ফাইনান্স

10 Rupees Note: ১০ টাকার নোট বিক্রি করে হয়ে যান কোটিপতি! আপনার কাছে কি রয়েছে এই বিশেষ নোট?

বাজারে পুরনো টাকা বিক্রি করে কোটি টাকা উপার্জন করা যেতে পারে।

Advertisements

10 Rupees Note: বর্তমান বাজারে অর্থের অভাব সর্বত্র। সকলেই চায় কিছু না কিছু করে অর্থ উপার্জন করতে। তবে সেক্ষেত্রে বুদ্ধিকেও কাজে লাগাতে হয় ভীষণভাবে। অনেকেই অনেক রকম চালাকি করে অর্থ উপার্জন করে। তবে অর্থ উপার্জন করার ক্ষেত্রে অনলাইন মাধ্যম কিন্তু বেশ সক্রিয়। এই যেমন আন্তর্জাতিক বাজারে পুরনো টাকা বিক্রি করে কোটি টাকা উপার্জন করা যেতে পারে। এ বিষয়ে অনেকেই জানেন না! কারোর কাছে পুরনো বিশেষ ১ টাকা, ২ টাকা বা ৫ টাকা, ১০ টাকার নোট (10 Rupees Note) থাকলে, তা বিশ্ববাজারে বিক্রি করে প্রায় কোটি টাকা উপার্জন করা যেতে পারে। তবে এরকম শোনার পর অনেকেরই প্রশ্ন আসতে পারে কিন্তু কীভাবে?

Earn 18 Lakhs by Selling 10 Rupees Note

10 Rupees Note

Advertisements

কারো কাছে ব্রিটিশ আমলের পুরনো নোট থাকে, এমনটা করা খুব সহজ। কারোর কাছে যদি বিশেষ ১০ টাকার নোট (10 Rupees Note) থেকে থাকে এবং সেই নোটটিতে যদি ৭৮৬ নাম্বারটি লেখা থাকে, তাহলে সেটি বিশ্ববাজারে প্রায় ৬ লাখ টাকায় বিক্রি হতে পারে। আসলে এই ৭৮৬ নাম্বারটি মুসলিমদের জন্য শুভ। তাই তারা যেকোনো মূল্যের বিনিময়ে এই জাতীয় নোট কিনে নিচ্ছে। এরূপ তিনটি নোট বিক্রি করলে ১৮ লাখ টাকা পাওয়া যেতে পারে।

বাজারে কত টাকার নোট সব থেকে বেশি জাল হয় জানেন? শুনলে অবাক হবেন

How to Sell Notes

10 Rupees Note

Advertisements

কীভাবে বিক্রি করবেন?

  • Indiamart.com, CoinBazar বা OLX এই জাতীয় অনলাইন ওয়েবসাইটগুলিতে অতি সহজেই পুরনো কয়েন বিক্রি করা যাবে। এর জন্য বিশেষ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে।
  • বিক্রেতাকে যেকোনো একটি নির্দিষ্ট পোর্টালে যেতে হবে।
  • এরপর সেই পোর্টালে গিয়ে নিজের যথাযথ মোবাইল নাম্বার, ইমেইল দিয়ে নিজেকে বিক্রেতা হিসেবে চিহ্নিতকরণ করতে হবে।
  • এরপর তার কাছে থাকা নোটটির ছবি তুলে ওই সাইটটিতে আপলোড করে দিতে হবে।
  • যে বা যারা নোটটি কিনতে চাইবে, তারা যোগাযোগ করে নেবে ওই ব্যক্তির সাথে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles