খবর

1000 Note: বাজারে ফিরছে ১০০০ টাকার নোট! কি বলছে আরবিআই, জানুন বিস্তারিত

ব্যাঙ্ক থেকে ২০০০ টাকার নোট বদলের জন্য আমজনতাকে সময় দেওয়া হয়েছিল ৪ মাস।

Advertisements

1000 Note Come Again In Circulation After Ban 2000 note:

২০০০ টাকার নোট না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল বাজারে ৩০শে সেপ্টেম্বর অব্দি বৈধ থাকবে এই নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায় চার মাস আগে এটির প্রচলন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাঙ্ক থেকে ২০০০ টাকার নোট বদলের জন্য আমজনতাকে সময় দেওয়া হয়েছিল ৪ মাস। সেই সময়সীমা সমাপ্ত হওয়ার পর এর তারিখ বাড়ানো হয় ৭ই অক্টোবর পর্যন্ত। আরও ৭ দিন সময় দেওয়া হয়।

1000 Note

Advertisements

তবে বর্তমানে বাজারে ২০০০ টাকার নোট না থাকায় বেশ কিছু গুজব উড়ছে। কানাঘুষো শোনা গিয়েছে ২০০০ টাকার নোট নিষিদ্ধ করার পর সরকার ১০০০ টাকার নোট চালু করছে। যদিও এই ধরনের আলোচনা আগেও হয়েছিল। সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত এমন কোনও পরিকল্পনা নেই।

প্রকৃতপক্ষে, রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ২০০০ টাকার নোটের প্রচলন বন্ধের জন্য ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিল। এই সময়সীমার মধ্যে কারেন্সির ৮৭ শতাংশ ব্যাঙ্কগুলিতে ফিরে গেছে, তবে এখনও পর্যন্ত ১০ হাজার কোটি টাকার ২০০০ টাকার নোট বাজারে রয়েছে। যদিও তাদের মেয়াদ এখন শেষ হয়ে গেছে। এর অর্থ যে সকল ব্যক্তির কাছে ২০০০ টাকার নোট আছে তারা আর কোনো লেনদেনে এই নোট ব্যবহার করতে পারবে না।

Advertisements

1000 Note

অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় ১০০০ টাকার নোট ফেরত নিয়ে জল্পনা কল্পনা শুরু করেছেন। অনেকেই দাবি করেছেন, ২০০০ টাকার নোট বাতিল করার পরে খুব শীঘ্রই ১০০০ টাকার নোট বাজারে আসবে। তবে, রিজার্ভ ব্যাঙ্ক এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ১০০০ টাকার নোট পুনরায় চালু করার কোনও ভবিষ্যৎ পরিকল্পনা তাদের নেই।

রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে যে, অর্থনীতিতে নগদের প্রয়োজন অনুযায়ী ৫০০ টাকার পর্যাপ্ত নোট প্রচলন রয়েছে। ডিজিটাল লেনদেনও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই নগদ অর্থের প্রয়োজন কম হবে। বর্তমানে সিস্টেমে যতটা নগদের প্রয়োজন ততটা আছে। রিজার্ভ ব্যাঙ্কও জনগণকে কোনো ধরনের গুজবের শিকার না হতে এবং মুদ্রা সম্পর্কে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছে।

নভেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন, জেনে নিন ছুটির তালিকা

1000 Note

বাকি 2000 টাকার নোটের ভবিষ্যৎ:

রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোটের প্রচলন বন্ধ করেছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট বৈধ ছিল। তবে ৩০ সেপ্টেম্বরের সময়সীমার পরেও, ২০০০ টাকার নোট পরিবর্তন করার বিকল্পটি অক্ষত রয়েছে। যাদের কাছে বর্তমানে ২০০০ টাকার কারেন্সি আছে তারা রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অফিসে গিয়ে নোট বদল করে নিতে পারেন। সারা দেশে RBI-এর ১৯টি আঞ্চলিক অফিস রয়েছে। যেখানে গিয়ে এই নোট বদল সম্ভব।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles