2000 Rupee Note: ২০০০ টাকার নোট বাতিলে কারা বিপদে পড়বে? জানালেন RBI গভর্নর
আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত আমজনতাকে সময় দেওয়া হয়েছে, ২০০০ টাকার নোট বদলানোর।

2000 rupee note : ইতিমধ্যেই ভারতীয় বাজারে 2000 টাকার নোট (2000 Rupee notes) বন্ধের মুখে। আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত আমজনতাকে সময় দেওয়া হয়েছে, এই নোট বদলানোর। অনেকেই অবশ্য এই নোট বাতিল নিয়ে চিন্তার সম্মুখীন হয়েছিল। তবে এই বড় অংকের নোট বাতিল হওয়ার কারণে সেরকম কোনো অসুবিধার সম্ভাবনা দেখছেন না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর (RBI Governo) ‘শক্তিকান্ত দাস’। তিনি সাধারণ মানুষকে বুঝিয়েছেন, কেন ২০০০ টাকার নোট বাতিল করার সময় হয়ে এসেছে।
এক নজরে
How to exchange 2000 Rupee note
- যে কোন নিকটবর্তী ব্যাংকে কে অতি সহজেই আপনার কাছে থাকা ২০০০ টাকার নোট বদলে নিতে পারেন।
- একদিনে খুব বেশি হলে ২০ টি নোট বদলাতে পারবেন একসাথে।
- তাড়াহুড়ো করার কোন কারণ নেই। এখনও ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে সরকার।
- ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত দোকান, বাজার, মুদি যে কোন ক্ষেত্রেই এই বড় অংকের টাকাটি ব্যবহার করা যেতে পারে।
- ব্যাংকে গিয়ে এই নোট বদলের জন্য নিজের কোন প্রমাণ বা পরিচয়পত্র লাগবেনা।
আরো পড়ুন – ২০০০ নোট বন্ধ হলেও চিন্তা নেই! আমজনতার সমস্যার সমাধান করবে এই ছ’টি বিষয়
Why 2000 notes are baned
অনেকেই এই নোট বাতিল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। তবে RBI গভর্নরের কথা অনুযায়ী, এই নোট বাতিলে কারোরই কোন ক্ষতি হবে না। তবে অবশ্যই এই নোট বাতিল করার বিশেষ কিছু কারণ রয়েছে। যেগুলি হল-
১) প্রথমত, এই জাতীয় বড় অংকের টাকা কোন মধ্যবিত্ত বা গরীব মানুষের দরকারে লাগে না। তাই অনেকেই এই নোট ব্যবহার করে না।
২) ২০০০ টাকার নোটের মতো বড় অংকের টাকা ব্যবহার করলে, কালোবাজারির সম্ভাবনা বেড়ে যেতে পারে।
৩) এই নোট বাতিল করার পরেও ব্যবসা-বাণিজ্য খুব স্বাভাবিকভাবেই চলছে। এছাড়া ব্যাংকগুলিও সায় দিয়েছে গভর্নরের এই সিদ্ধান্তে।
৪) আগামী দিনগুলিতে ডিজিটালাইজেশনের ওপরে বেশি জোর দেওয়া হবে। সে কারণে এই বড় অংকের টাকা বাতিল করে দেওয়াই উচিত।