Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
লাইফস্টাইল

Makeup Tips: মেকআপের পরেই ত্বকের শুষ্কতা? সমাধান মিলবে ৭টি বিশেষ টোটকায়

বিয়ে বাড়ি কিংবা কোন অনুষ্ঠান থাকলে সেই মেকাপের পরিমাণ হয় আরো চড়া! এগুলি ত্বকে কিন্তু এক গভীর প্রভাব ফেলে।

Advertisements

Makeup Tips: বর্তমানে সময় আগের থেকে অনেক পাল্টে গেছে। এখন মেকআপ ছাড়া মেয়েরা বাইরে বেরোয় না। বিয়ে বাড়ি কিংবা কোন অনুষ্ঠান থাকলে সেই মেকাপের পরিমাণ হয় আরো চড়া! এগুলি ত্বকে কিন্তু এক গভীর প্রভাব ফেলে। এই জাতীয় প্রসাধন সামগ্রীগুলি দিয়ে মেকাপের ফলে, ত্বকে যতই যত্ন করা হোক না কেন ভেতর থেকে উজ্জ্বলতা থাকে না। এই জায়গায় উদাহরণ টানা যেতে পারে অভিনেত্রী কিয়ারা আডবাণীর ত্বকের। মেকআপ হোক বা মেকআপ বিহীন, সব সময় ভেতর থেকে উজ্জ্বল লাগে তাকে। মেকআপের পরেই অনেক সময় ত্বকে শুষ্কতা দেখা দেয়, এটা নতুন কিছুই নয়। তবে ত্বকের ভেতর থেকে প্রাণোচ্ছল এবং উজ্জ্বল থাকাটা একেবারেই প্রয়োজনীয়।

এর জন্য বেশ কিছু টিপস রয়েছে, যেগুলি মেনে চললে আপনার ত্বক ভিতর থেকে গ্লো করবে একেবারেই বলি কুইন কিয়ারা আডবাণীর মতো! তাহলে আর দেরি না করে দেখে নিন, মেকআপের সেই বিশেষ ৭ টি টিপস কি কি-

Advertisements

7 Tips for Glowing Makeup Tips

Makeup tips

মেকআপ করার আগে অবশ্যই ত্বক ভালো করে পরিষ্কার করুন। এরপরে লাগিয়ে নিন টোনার এবং মশ্চারাইজার। এতে ত্বক আর্দ্র এবং উজ্জ্বল দেখাবে।

Advertisements

মেকআপ শুরু করার আগেই অবশ্যই ব্যবহার করুন প্রাইমার। এটি মেকআপকে দীর্ঘক্ষণ একইভাবে রাখে এবং ত্বকে গ্লো আনে।

মেকআপের সময় প্রয়োজনীয় জায়গা ছাড়া কখনোই কনসিলার লাগাবেন না। চোখের তলায় কিংবা কোথাও দাগ-ছোপ ঢাকার জন্য শুধুমাত্র কনসিলার ব্যবহার করবেন।

অভিনেত্রী কিয়ারার মতো গোলাপি গাল পেতে হলে তাতে ব্লাশ করুন। তবে এমন ব্লাশ ব্যবহার করবেন, তা যেন ত্বকের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে।

সারা মুখে কখনোই ফেস পাউডার বা কম্প্যাক্ট দেবেন না। এতে ত্বক অনেক বেশি শুষ্ক দেখায়। শুধুমাত্র যেখানে কনসিলার দিয়েছেন, সেই সব জায়গাতেই ফেস পাউডার দিন।

ত্বকের হারানো জৌলুষ ফিরে পেতে চান? শিখে নিন ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার

Makeup Tips: মেকআপের পরেই ত্বকের শুষ্কতা? সমাধান মিলবে ৭টি বিশেষ টোটকায়

মেকআপ করার পরে অবশ্যই ফিক্সার দেবেন। এতে মেকআপ দীর্ঘক্ষণ পর্যন্ত একইভাবে উজ্জ্বল থাকে।

সারা মুখে গ্লো আনার জন্য ফাউন্ডেশনের সাথে ব্যবহার করুন লিকুইড হাইলাইটার। এতে ত্বক অনেক বেশি জেল্লা দেয়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles