Free LPG Gas Connection: বিনামূল্যে ৭৫ লাখ গ্যাস সংযোগ! গণেশ চতুর্থীর আগে দেশবাসীকে বড় উপহার মোদি সরকারের
রাখি এবং ওনাম উৎসব উপলক্ষে গ্যাসের দাম কমিয়ে দেশবাসীকে উপহার দিয়েছিলেন মোদি সরকার।

Free LPG Gas Connection: রাখি এবং ওনাম উৎসব উপলক্ষে গ্যাসের দাম কমিয়ে দেশবাসীকে উপহার দিয়েছিলেন মোদি সরকার। এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে ছাড় দেওয়া হয়েছিল ২০০ টাকা এবং উজ্জ্বলা প্রকল্পের অধীনে ছাড় দেওয়া হয়েছিল ৪০০ টাকা। এইবার গণেশ চতুর্থীর আগে আরও একবার দেশবাসীকে উপহার দিলেন মোদি সরকার। ২০২৬ সাল পর্যন্ত উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সংযোগের অঙ্ক কোটি হবে, তা ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
Government gives big gift to women during festive season
আগামী তিন বছর দেশের ৭৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার আয়ত্তায় মহিলাদের এই সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, শীঘ্রই শুরু হতে চলেছে নির্বাচনী মৌসুম। দেশের চার রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। পরের বছরই লোকসভা নির্বাচন আর সেই কারণেই কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।
Free LPG Gas connection
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, সারা বিশ্বের সংস্থাগুলির তরফে প্রশংসিত হয়েছে উজ্জ্বলা প্রকল্প। তিনি আরো বলেন, এই প্রকল্পের ফলে নারীদের জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬০ কোটি গ্যাস সংযোগ বরাদ্দ করা হয়েছে। আগামী তিন বছরে ৭৫ লাখ সংযোগ দেওয়া হবে।
জনসাধারণের জন্য সুখবর! একধাক্কায় অনেকখানি কমলো রান্নার গ্যাসের দাম!
Who Will Benefit?
কারা উপকৃত হবেন?
দেশের দরিদ্র পরিবারগুলি এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন। পূর্বে কেন্দ্রীয় সরকার ৯.৬০ কোটি গ্যাস সংযোগ দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ই-কোর্ট মিশন মোড প্রকল্পের তৃতীয় ধাপের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর জন্য ৭২১০ কোটি টাকা ব্যয় মঞ্জুর করা হয়েছে। ই-কোর্ট মিশন মোড প্রজেক্টের জন্য দেশ জুড়ে ৪,৪০০ টি ই-সেবা কোর্ট সার্ভিস চালু হবে। যার ফলে বিচারব্যবস্থার সঙ্গে প্রযুক্তিকে সংঘবদ্ধ করা যাবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি