খবর

Manipur Old Man: শিক্ষার নেই কোনো সীমা! দারিদ্রতার কারণে শেখা হয়নি পড়াশোনা, ৭৮ বছর বয়সে স্কুলে ভর্তি হয়ে নজির গড়লেন বৃদ্ধ

৭৮ বছর বয়সে তিনি ভর্তি হলেন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের (RMSA) অন্তর্গত একটি বিদ্যালয়ে

Advertisements

Manipur Old Man: জানার বা শেখার কোন বয়স হয় না, বয়সকে হার মানাতে পারে শিক্ষাও! এমনটাই প্রমাণ করলেন মিজোরামের চম্পাই জেলার প্রত্যন্ত গ্রামের এক বৃদ্ধ। ৭৮ বছর বয়সে তিনি ভর্তি হলেন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের (RMSA) অন্তর্গত একটি বিদ্যালয়ে। স্কুলে পৌঁছানোর জন্য এই বয়সেও প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করতে হয় তাঁকে। ৭৮ বছর বয়সেও তাঁর পরনে থাকে স্কুল ইউনিফর্ম, পিঠে বই ভর্তি ব্যাগ! শিক্ষার কোনো শেষ নেই, দিনের শেষে এমনটাই প্রমাণ করেছেন ৭৮ বছর বয়সী ওই বৃদ্ধ।

78-Year-Manipur Old Man Embarks on Remarkable Educational Journey, Enrolls in Class 9

Manipur Old Man

Advertisements

ইংরেজি ভাষাতে আরও দক্ষ হওয়ার জন্য ক্লাস নাইনে ভর্তি হন লালরিংথারা নামের ঐ বৃদ্ধ। তার একমাত্র লক্ষ্য ছিল যাতে তিনি ইংরেজিতে টেলিভিশনের বিভিন্ন খবর বুঝতে পারেন, অ্যাপ্লিকেশন লিখতে পারেন। ২০১৮ সালেও তিনি তাঁর গ্রামেরই একটি স্কুলে ফাইভে ভর্তি হয়েছিলেন। এই নিয়ে দু’বার বৃদ্ধ উঠে এলেন সংবাদ শিরোনামে।

Early Life

Manipur Old Man

১৯৪৫ সালে ভারত-মায়ানমার সীমান্তে খুয়াংলেং গ্রামে জন্মগ্রহণ করেন লালরিংথারা। অত্যন্ত কম বয়সেই তাঁর বাবা তাঁকে ছেড়ে চলে যায়। ক্লাস টু অব্দি পড়ার পর, স্কুল ছেড়ে দিতে বাধ্য হন তিনি। এরপর সংসার চালানোর জন্য মাকে ক্ষেতে গিয়ে সাহায্য করতেন। দারিদ্রতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি, তবে তাঁর অদম্য জেদের কাছে হার মেনেছে বয়সও!

ভারতের সেরা ১০০ কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের ৮টি কলেজ, তালিকায় রইল কোন কোন কলেজ?

Lalringthara Said

Manipur Old Man

লালরিংথারা জানিয়েছেন, তাঁর মিজো ভাষা অর্থাৎ আঞ্চলিক ভাষা পড়তে বা লিখতে কোনো অসুবিধা হয় না কিন্তু ইংরেজি ভাষার প্রতি তাঁর দূর্বলতা রয়েছে। সেই কারণে ইংরেজি ভাষা শিখতে আবার নতুন করে পড়াশুনা শুরু করেছেন তিনি। বই বা খবরের চ্যানেলে বিভিন্ন ইংরেজি শব্দ দেখে তিনি বিভ্রান্ত হয়ে যান। সেই কারণেই নিজের জ্ঞানের পরিধিকে আরও কিছুটা বাড়িয়ে নিচ্ছেন তিনি।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles