Aadhaar-PAN Link : আধার-প্যান লিঙ্ক করেননি? আইটিআর ফাইল জমা করতে গেলেই দিতে হবে জরিমানা
প্যান-আধার লিংক না করলেই বিপদ! জমা হবে না আইটিআর ফাইল

Aadhaar-PAN Link : মাত্র কয়েকদিন আগেই শেষ হয়ে গেছে প্যান (Pan Card) এবং আধার কার্ড (Adhar Card) লিঙ্ক করার সময়সীমা। গত মাসের 30 তারিখ পর্যন্ত এই কাজের সুযোগ দিয়েছিল সরকার। যদিও পূর্বে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক (Aadhaar-PAN Link) করার সময়সীমা 31 শে মার্চ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল তবে পরবর্তীতে সাধারণের কথা চিন্তা করে বাড়ানো হয় সময়। তবে এখনও পর্যন্ত এমন অনেকেই আছেন যারা প্যান কার্ড-আধার কার্ড লিঙ্ক (Aadhaar-PAN Link ) করেননি। আর এতেই হতে পারে বড়সড় সমস্যা।
কীভাবে সক্রিয় হবে প্যান কার্ড?
কোন ব্যক্তি এখন যদি নিজের প্যান কার্ড সক্রিয় করতে চান সেক্ষেত্রে দিতে হবে লেট ফি। আধার প্যান কার্ড লিংক (Aadhaar-PAN Link) করার জন্য 1000 টাকা জরিমানা দিতে হবে কার্ড হোল্ডারকে। এমনকি এই প্যান কার্ড সক্রিয় করার জন্য লাগবে 30 দিন সময়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোন ব্যক্তি যদি 13 জুলাই এপ্লাই করেন সেক্ষেত্রে PAN সক্রিয় হবে 12 অগাস্ট। তবে এ ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে একটি বিষয়। আইটিআর (ITR) পূরণ করার শেষ তারিখ কিন্তু চলতি মাসের 31 তারিখ। অর্থাৎ এক্ষেত্রে কর দাতাদের রিটার্ন পূরণ করায় বাধা আসতে পারে।
২টি প্যান কার্ড থাকলে সাবধান! আয়কর বিভাগ জানতে পারলে যেতে হবে জেল
আইটিআর পূরণ করার জন্য কার্ড হোল্ডারদের লেট ফি হিসেবে দিতে হবে 5000 টাকা জরিমানা। এছাড়াও আয়কর আইন অনুসারে 234A এর অধীনে দেরিতে টেক্স ফাইল করার জন্য প্রতি মাসে দিতে হবে 1 শতাংশ সুদ। অর্থাৎ যে সমস্ত নাগরিক সময়ের মধ্যে প্যান আধার কার্ড লিংক করেননি তাদেরকে জরিমানা হিসেবে মোট গুনতে হবে 6000 টাকা।
আধার কার্ডে যে QR কোড থাকে সেটি কি কাজে লাগে? জানেন না ৯৯% মানুষই
Aadhaar-PAN Link না করালে কী কী সমস্যা হতে পারে :
- আধার প্যান লিংক (Aadhaar-PAN Link) না করালে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। এই পরিস্থিতিতে কোন ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না
- আইটিআর- এ সুদের হারের সুবিধা পাওয়া যাবে না।
- গুনতে হবে বাড়তি TDS। ব্যাঙ্ক 10 এর পরিবর্তে 20 শতাংশ TDS চার্জ করবে
- 5000 টাকার বেশি করা যাবে না লেনদেন।
- টু হুইলার ছাড়া অন্য কোন যানবাহন কেনা যাবে না।
- মিলবে না ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের সুবিধা।
- 10 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনা যাবে না।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি