
Aadhar Card : আপনার আধার কার্ডের Aadhar Card এই ভুলটি কি এখনো সংশোধন করেননি? তাহলে কিন্তু খুব শীঘ্রই বিপদে পড়তে চলেছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আধার কার্ডের জন্য এক বিরাট ঘোষণা করা হয়েছে। যেখানে বেশ কিছু পরিবর্তন বর্তমান। UIDAI– এর পক্ষ থেকে এই পরিবর্তনগুলি হতে চলেছে আধার কার্ডে। আধার কার্ডের সাথে কিছুদিন আগেই মোবাইল নাম্বার লিঙ্ক করানো হচ্ছিল। একথা অবশ্য অনেকেই জানেনা, আবার অনেকেই এটা করিয়েও নেয় কিন্তু এর পরবর্তীকালে সমস্যা হয় ওটিপি নিয়ে। কারণ আপনার ওটিপি অন্য কারোর ফোনে চলে যাচ্ছে কিনা, এটা আপনিও বুঝতে পারবেন না।
-
Aadhar Card-র এই নতুন পরিবর্তন কি? জানতে হলে পুরোটা পড়ুন
ডিজিটালাইজেশনের কারণে সবকিছুই উন্নত হচ্ছে, সেখানে চলছে সাইবার ক্রাইমের মতন ঘটনা। আধার কার্ড যেহেতু ফোন নাম্বারের সাথে লিঙ্ক করা আর এই ফোন নাম্বারে ব্যাংকের সমস্ত খাতে প্রদান করা হয়; তাই শুধুমাত্র একটি ছোট্ট ওটিটির দ্বারাই আপনার সমস্ত কিছু হ্যাকারদের আয়ত্তে চলে যেতে পারে। তাই এবার আঁধারের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপ থেকেই মোবাইল নাম্বার এবং ইমেইল যুক্ত করা যাবে।
তবে হ্যাকারদের জন্য এই কাজ যাতে একদমই সহজ না হয়, সেই কারণে এই কাজটি একমাত্র তারাই করতে পারবে; যাদের মোবাইল নাম্বার সংযুক্ত আছে। তাই এক্ষেত্রে গ্রাহক ব্যতীত আর কোন কেউই এই ব্যাপারটি জানতে পারবে না। তাই সম্পূর্ণ গোপনীয়তা বজায় থাকবে তা বলা বাহুল্য।
একটি আধার কার্ডের সাথেই এখন সমস্ত লেনদেন সংযুক্ত থাকে। তাই আধার কার্ডকে সব থেকে বেশি গোপনীয়তার দেওয়া আবশ্যক। এই কারণেই তৈরি করা হচ্ছে মাস্কড আধার, যার ফলে কেউই আপনার আধার নম্বর বা আধারের সাথে যুক্ত ফোন নাম্বার কিছুই জানতে পারবে না।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে