Dron Mukherjee: পর্দায় অযোগ্য স্বামী! বাস্তবেও দ্রোণের স্ত্রী মনে প্রভাব ফেলেছে পরাগের চরিত্র?
সদ্য শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) নয়া ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা' (Kar Kache Koi Moner Katha)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন মানালি দে এবং দ্রোণ মুখোপাধ্যায়।

Dron Mukherjee: সদ্য শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) নয়া ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন মানালি দে এবং দ্রোণ মুখোপাধ্যায়। এই ‘দ্রোণ মুখোপাধ্যায়’ (Dron Mukherjee) নামটা সকলের কাছেই বেশ নতুন! ‘পরাগ’ নামক নেতিবাচক চরিত্রের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের ক্ষোভের শিকার হয়েছেন তিনি। তবে বাস্তবে দ্রোণ কেমন, একথা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতা স্বয়ং! ছোট থেকেই অভিনয়কে ভালোবেসেছেন, তাই সেটিই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তবে হাজারো ব্যস্ততার মাঝে ছুটির দিনে পরিবারকে সময় দিতে ভোলেন না।
Kar Kache Koi Moner Katha
ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। কারিগরি শিক্ষার জন্য কলকাতা এসে একটি বড় ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। পড়া শেষে ইঞ্জিনিয়ার না হয়ে, পেশা হিসেবে বেছে নেন অভিনয়কেই। এর অন্যতম কারণ হলো ছোটবেলা থেকেই নাচ, গান, নাটকের সংস্পর্শে বড় হয়েছেন তিনি। মা অত্যন্ত ভালো গায়িকা ছিলেন। বাবাও ছিলেন থিয়েটারের সঙ্গে যুক্ত। কলকাতায় এসে নিজেও থিয়েটারে অংশগ্রহণ করেন। এখন ছবি ও ধারাবাহিকে কাজ করছেন। বর্তমানে অবশ্য ব্যস্তময় জীবনের কারণে পরিবারকেও সেভাবে সময় দিতে পারেন না।
Dron Mukherjee
দ্রোণের জীবনসঙ্গিনীও কিন্তু খুবই ভালো। পরাগের চরিত্রটি দেখে যেখানে শিউরে উঠছে মহিলারা! সেই জায়গায় দাঁড়িয়ে তাঁর বউ কিন্তু দ্রোণ অর্থাৎ পরাগের চরিত্রটিকে ঠিক বুঝেছেন। তাঁর স্ত্রী বুঝেছেন, কীভাবে মায়ের সংস্পর্শে থেকে ‘পরাগ’ নামক চরিত্রটি এতটা হিংস্র হয়ে উঠেছে। তবে শুধু দ্রোন আর তাঁর জীবনসঙ্গিনী নয়; তাদের জীবনে রয়েছে একটি খুদেও। এক কথায় বলা চলে সুখী পরিবার!
ওকি কথা! শাশুড়িকে অমান্য করেই বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে গেল শিমুল
দ্রোণ আরও জানিয়েছেন, পরাগ চরিত্রটির জন্য বাইরে বেরোলেই তাঁকে নানান কটু কথা শুনতে হয়। অনেকে আবার তাঁকে জিজ্ঞাসা করে, ‘ভবিষ্যতে কি পরাগ চরিত্রটির একটু হলেও পরিবর্তন ঘটবে?” কারণ বউয়ের সাথে একটু বেশি শক্ত হয়ে যাচ্ছে সে। তবে পর্দার পরাগ কিন্তু এই সব কিছুকেই প্রশংসা হিসেবে মাথায় করে রাখেন। তিনি বলেন, পরাগ চরিত্রটাকে তিনি হয়তো সত্যিই ফুটিয়ে তুলতে পারছেন। তাই দর্শকদের কাছ থেকে এত নেতিবাচক মন্তব্য আসছে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি