Manali Dey: মা হলেন মানালি! বিয়ের তিন বছরের মধ্যেই কন্যা সন্তানকে কোলে নিয়ে সুখবর দিলেন অভিনেত্রী
২০২০ সালের ১৫ই আগস্ট পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে সারেন অভিনেত্রী।

Manali Dey: বর্তমানে টলি পাড়ায় কান পাতলেই একের পর এক বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। দীর্ঘ দিনের সম্পর্ককে স্বীকৃতি দিচ্ছেন তারকা জুটিরা। এরই মাঝে প্রকাশ্যে এসেছে অভিনেত্রী মানালির (Manali Dey) এক চাঞ্চল্যকর ছবি। বিয়ের তিন বছরের মাথায় নতুন অতিথিকে সঙ্গে নিয়েl সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তিনি। আর সেই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
Manali Dey Shared Her Daughter’s Picture On Social Media
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ১৫ই আগস্ট পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে সারেন অভিনেত্রী। দীর্ঘ দুই বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। চলতি বছর বিয়ের তিন বছর পূর্ণ করেছেন মানালি ও অভিমন্যু। আর তার কিছুদিনের মধ্যেই তার কোল আলো করে এসেছে এক কন্যা সন্তান। কয়েক মাস আগে সেই কন্যা সন্তানের সঙ্গে ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। যা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। পোস্টে নিজের সন্তানের নামও জানিয়েছিলেন তিনি। একরত্তির নাম কই মুখোপাধ্যায়। কন্যা সন্তানকে দেখার পরই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে পোস্টটির কমেন্ট সেকশন।
দুর্ধর্ষ এপিসোড! পাড়ার অনুষ্ঠানে জিষ্ণুকে দেখে অদ্ভুত কাণ্ড করল মেঘ
তবে কই কোনো মানুষ নয় বরং অভিনেত্রী মানালির চার পেয়ে পোষ্য। তবে তার আসাতে ঘর আলোকিত হয়ে উঠেছে মানালির। পোষ্যটি যে তাদের খুবই আদরের তা ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। বর্তমানে মানালিকে দেখা যাচ্ছে জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনেত্রীর প্রতিবাদী চরিত্র বেশ নজর কেড়েছে দর্শকদের। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই মেগা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি