Sritama Bhattacharjee: মাথায় মুকুট, বধূবেশে কুমারটুলিতে দেখা মিলল ‘পুতুল’ শ্রীতমা ভট্টাচার্যের!
বর্তমানে পূজার ঠিক আগে কুমারটুলি যাওয়া এক প্রকার ট্রেন্ডিং হয়ে উঠেছে।

Sritama Bhattacharjee Viral Video: আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গা পূজার চার দিন বাঙালি মেতে ওঠে অনাবিল আনন্দে। ইতিমধ্যে কলকাতার বড় বড় মার্কেট চত্বরে ঢল নেমেছে মানুষের। বড় বড় পূজার প্যান্ডেলও প্রায় শেষের মুখে। দুর্গাপুজোর ঠিক আগের মুহূর্তে কুমারটুলির ব্যস্ততা থাকে তুঙ্গে। শিল্পীদের হাতের সূক্ষ কাজ দেখতে কুমারটুলিতে ঢুঁ মারেন সকলেই। পূজার আগে কুমারটুলির অলিগলিতে দেখা মেলে বিভিন্ন সাজের বিভিন্ন প্রতিমার।
Actress Sritama Bhattacharjee in kumartuli
বর্তমানে পূজার ঠিক আগে কুমারটুলি যাওয়া এক প্রকার ট্রেন্ডিং হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই একবার হলেও ঢুঁ মারেন কুমারটুলির অলি গলিতে। সম্প্রতি কুমারটুলিতে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে (Sritama Bhattacharjee)। শ্রীতমা টেলি জগতের পরিচিত মুখ। স্টার জলসার মা ধারাবাহিকে ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর ইচ্ছে নদী ধারাবাহিকেও দেখা মিলেছিল তার। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুলের ননদ পুতুলের চরিত্রে।
এটাই প্রাপ্য, বৌভাতের দিনই ভরা আসরে ময়ূরীকে চড় মারলো গিনি! প্রকাশ্যে জমজমাট পর্ব
কুমারটুলির একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। যেখানে তাকে কুমারটুলিতে ঘুরে ঘুরে ছবি এবং ভিডিও বানাতে দেখা গিয়েছে। শিল্পীদের নিজের হাতে তৈরি মুকুট পড়েও ছবি তুলেছেন তিনি।এমনকি পোজও দিয়েছেন বিভিন্ন ঠাকুরের সঙ্গে। ভিডিওতে অভিনেত্রী জানিয়েছেন, এটি একটি কলাবরেশন ভিডিও ছিল। যার শুটিং তিনি সেরেছেন কুমারটুলিতে। ভিডিওতে নিজের পুজো শপিং সম্পর্কে বেশ কিছু কথাও জানিয়েছেন তিনি। তার এই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি