বিনোদন দুনিয়াভাইরাল

Tiyasha Lepcha: ‘কাটা লাগা’, হট প্যান্ট পরে ছাদের উপর উদ্দাম নাচ অভিনেত্রী তিয়াশার, রইল ভাইরাল ভিডিও 

বিনোদন জগতে এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির মাধ্যমে ছোট পর্দায় ডেবিউ করেন অভিনেত্রী তিয়াশা।

Advertisements

Tiyasha Lepcha: টেলিপাড়ার জনপ্রিয় মুখ তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)। বিনোদন জগতে এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির মাধ্যমে ছোট পর্দায় ডেবিউ করেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকে তার বিপরীতে দেখা গিয়েছিল নীল ভট্টাচার্যকে। বর্তমানে জনপ্রিয় এই জুটিকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) বাংলা মিডিয়াম ধারাবাহিকে। টিআরপি তালিকাতেও এক থেকে দশের মধ্যে রয়েছে এই ধারাবাহিক। প্রথম থেকেই অভিনয় দক্ষতায় দর্শক মনে নিজের জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী।

Tiyasha Lepcha Viral Video

Tiyasha Lepcha

Advertisements

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ এই জনপ্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যেই ইনস্টাগ্রামের ট্রেন্ডিং গানে রিলস বানাতে দেখা যায় তাকে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়। তার শেয়ার করা যে কোনো ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় নেট দুনিয়ায়। এইবার তিয়াশার আরও একটি রিলস ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যেখানে তাকে সাতের দশকের জনপ্রিয় ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভার্সনে রিলস বানাতে দেখা গিয়েছে। গানটির সঙ্গে চুটিয়ে নেচেছেন অভিনেত্রী। নাচের সঙ্গে তার এক্সপ্রেশনও ছিল নজরকাড়া। অভিনেত্রীর পরনে ছিল হট প্যান্ট ও হলুদ শার্ট।

নীল অতীত! আবারও নতুন করে প্রেমে পড়ল মেঘ, ভাইরাল ভিডিও

Advertisements

Netizen’s Reaction 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করার পরই তা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেকেই তার নাচের প্রশংসা জানিয়েছেন। তবে তীব্র কটাক্ষের শিকারও হয়েছেন অভিনেত্রী। একজন লিখেছেন, ‘বাংলা মিডিয়াম-এর প্রিন্সিপালের নমুনা।’ আবার একজন লিখেছেন, ‘প্যান্টটা একটু বড় হয়ে গিয়েছে আরেকটু ছোট পরতে হতো।’ নানা নেতিবাচক মন্তব্যের শিকারও হয়েছেন তিনি। তবে কোনো কিছুকে পরোয়া না করে নিজের জীবন নিজের মত করেই বাঁচতে চান তিয়াশা।

বর্তমানে টেলিপাড়ায় কান রাখলেই শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী তিয়াশা। আর তার মনের মানুষ অন্য কেউ নয় বরং অভিনেতা সোহেল দাস। যদিও এই কথা এখনও প্রকাশ্যে আনেননি কেউই।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles