Aditya L1 Mission: চাঁদের পর গন্তব্য সূর্য! চন্দ্রযান ৩-এর সফলতার পরই মিশন আদিত্য এল-১-এর ঘোষণা ইসরোর
চাঁদের মাটিতে নিজেদের আধিপত্য বিস্তারের পরেই সৌর মিশন নিয়ে বড়ো ঘোষণা ইসরোর।

Aditya L1: বুধবার সন্ধ্যায় চাঁদের কুমেরু অর্থাৎ দক্ষিণ মেরু স্পর্শ করেছে ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুতে খোদাই হয়েছে ভারতের অশোক স্তম্ভ। বর্তমানে চাঁদের মাটিতে নিজের কাজ শুরু করেছে রোভার প্রজ্ঞান। ১২-১৩ দিন চাঁদের মাটিতে থেকে পুঙ্খানপুঙ্খ তথ্য দেবে এই প্রজ্ঞান। বিশেষত চাঁদের মাটি, কী কী খনিজ পদার্থ থাকতে পারে সব বিষয়েই সম্যক ধারণা দেবে এই প্রজ্ঞান।
ADITYA L1
চাঁদের মাটিতে নিজেদের আধিপত্য বিস্তারের পরেই সৌর মিশন নিয়ে বড়ো ঘোষণা ইসরোর। চাঁদের মাটি ছোঁয়ার একদিন পরেই আদিত্য এল-১ নিয়ে ঘোষণা করেছে ইসরো।
ADITYA L1 Launch Date
আদিত্য-এল-১ এর উৎক্ষেপণ
জানা গিয়েছে, ২০২৩ সালের ২রা সেপ্টেম্বর আদিত্য এল-১ মিশন শুরু করবে ইসরো। ভারতের প্রথম সৌর অভিযান হবে এটি। আদিত্য-এল১ মহাকাশযানটি ইসরোর পিএসএলভি রকেটের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে।
ADITYA-L1 Objectives
মূলত সূর্য সম্বন্ধে বিশেষ খোঁজখবর নিতেই আদিত্য এল-১ পাঠাবে ইসরো। সূর্যের প্রতিদিনের কাজকর্মের উপর নজর রাখবে এই আদিত্য। এছাড়াও সূর্যের জলবায়ু, সৌরঝড়, সৌর বায়ুমণ্ডলের গতিশীলতা, করোনার উপর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা, বেগ এবং ঘনত্ব পরিমাপ, মহাকাশের আবহাওয়ার চালকদের অধ্যয়ন ইত্যাদি একাধিক বিষয় নিয়ে পরীক্ষানিরীক্ষা চালানো হবে। এমনকি করোনা থেকে নির্গত তরঙ্গ, চৌম্বকীয় ক্ষেত্র সম্পর্কেও করা হবে পর্যবেক্ষণ।
প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারত ‘ধ্বজা’! কী আছে চাঁদের এই প্রান্তে?
কোথায় স্থাপন করা হবে ?
আদিত্য এল-১ মিশনটি সূর্য-পৃথিবী সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। ফলে এই অংশটিতে পরীক্ষা-নিরীক্ষা চালাতে কোনও বাধার সম্মুখীন হবে না মহাকাশযান। ইসরোর বিজ্ঞানীদের দেওয়া বক্তব্য অনুযায়ী, এই এল-১ পয়েন্ট থেকে সূর্যের সম্বন্ধে তথ্য আহরণ করা অনেক সহজ হবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি