Adrit Roy: আদরে-সোহাগে কৌশাম্বীকে ভরিয়ে দিলেন আদৃত, জন্মদিনের মুহূর্তে ভাইরাল তারকা জুটি
জি বাংলার (zee Bangla) অতি জনপ্রিয় ধারাবাহিক মিঠাই' আর সেই ধারাবাহিকের দুই জনপ্রিয় তারকা 'কৌশাম্বী মুখার্জী' (Kaushambi Chakraborty) এবং 'আদৃত রায়' (Adrit Roy)।

Adrit Roy: জন্মদিনের মুহূর্তে ভাইরাল তারকা জুটি, অনস্ক্রিন দিদিকে ভালোবাসায় ভরালেন আদৃত
জি বাংলার (zee Bangla) অতি জনপ্রিয় ধারাবাহিক মিঠাই’ আর সেই ধারাবাহিকের দুই জনপ্রিয় তারকা ‘কৌশাম্বী মুখার্জী’ (Kaushambi Chakraborty) এবং ‘আদৃত রায়’ (Adrit Roy)। ধারাবাহিক থেকেই তাদের পরিচয় এবং শেষ পর্যন্ত তা প্রেমে রূপান্তরিত হয়। নানান সময় তাদের নানান মুহূর্ত ভাইরাল হয় ঠিকই। তবে এবার জন্মদিনের (Adrit Roy Birthday) মুহূর্তে ঘনিষ্ঠ রূপে দেখা গেল আদৃত- কৌশাম্বীকে।
এক নজরে
Kaushambi Chakraborty social media post
এদিন আদৃতের জন্মদিন থাকায়, প্রেমিককে ভালোবাসায় ভরিয়ে দিল কৌশাম্বী। সোশ্যাল মিডিয়া খুলেই দেখা গেল প্রেমিকার শুভেচ্ছা বার্তা। যেখানে কৌশাম্বী আদৃতের সাথে একটি রোমান্টিক ও ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন এবং ক্যাপশন দেন, “যারা তোমায় চেনে না, ঠিক তাদেরও যেন ভালো হয়। হ্যাপি বার্থডে আদৃত রায়, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে। মাইলস টু গো”। তবে এই ছবিতে শুধু আদৃত ছিল না, অপর পাশে ছিল আদৃতের মাও। তিনজনের এই ঘনিষ্ঠ ছবি দেখে, সোশ্যাল মিডিয়াবাসীরা অবশ্য অবাকই হয়েছেন।
Adrit Roy and Kaushambi Chakraborty Kaushambi Chakraborty Relationship
বর্তমানে আদৃত ও কৌশাম্বী চুটিয়ে প্রেম করলেও, ২০২১ সালে আগের প্রেমিকার সাথে গাঁটছড়া বাঁধতে চলেছিলেন আদৃত কিন্তু হঠাৎ করেই হয় রদবদল! ১০ বছরের সম্পর্কে ভাঙ্গন ধরে। আদৃতের পুরনো প্রেমিকা ‘সুপ্রিয়া মন্ডল’ বিয়ে ভেঙে চলে যায়।
এরপরে অবশ্য মিঠাই প্রেমীরা ভেবেছিল, মিঠাইয়ের সাথেই পরবর্তী সম্পর্কে আসবেন পর্দার ‘সিডি বয়’ কিন্তু তা আর হয় না! অনস্ক্রিন দিদির সাথে শেষ পর্যন্ত চুটিয়ে প্রেম করছেন তিনি (Adrit Roy)। সোশ্যাল মিডিয়া জুড়ে দিদিয়া ও ভাইয়ার এই সম্পর্ক নিয়ে নানান জলঘোলা হলেও, আপাতত তাদের এই কেমিস্ট্রিও উপভোগ করছেন অনেকে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে