Adrit Roy: খালি গলায় গান গেয়ে দর্শকের মন জিতে নিলেন ‘উচ্ছেবাবু’ আদৃত, ভাইরাল ভিডিও
রাজ চক্রবর্তী পরিচালিত একটি ইন্দো-বাংলাদেশি ছবি 'নূরজাহানে' অভিনয়ের মধ্যে দিয়ে প্রথম টলিউডে পা রাখেন আদৃত।

Adrit Roy: বর্তমানে টেলিপর্দার জনপ্রিয় মুখ আদৃত রায় (Adrit Roy) । জি বাংলার (Zee Bangla) মিঠাই ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে দর্শক মহলে তার জনপ্রিয়তা পৌঁছেছিল তুঙ্গে। পর্দায় মিঠাইয়ের উচ্ছেবাবু থেকে দর্শকেরও প্রিয় হয়ে উঠেছিল উচ্ছেবাবু। তবে ছোটোপর্দার আগেই বড়পর্দায় অভিষেক করেছিলেন আদৃত। রাজ চক্রবর্তী পরিচালিত একটি ইন্দো-বাংলাদেশি ছবি ‘নূরজাহানে’ অভিনয়ের মধ্যে দিয়ে প্রথম টলিউডে পা রাখেন আদৃত। এরপর ‘প্রেম আমার ২’ নিয়ে বড় পর্দায় ফিরে আসেন আদৃত। শুধু তাই নয় বেশ কয়েকটি বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
Adrit Roy
অভিনয় জগতে প্রবেশের আগে একজন গায়ক হতে চেয়েছিলেন আদৃত। পোষ্টার বয়েজ নামে একটি ব্যান্ডে গান গাইতেন তিনি। অভিনেতা না হলে নিজেকে একজন গায়ক হিসাবেই সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আদৃত। অভিনয়ের পাশাপাশি তিনি যে গানেও বেশ পারদর্শী তা আর আলাদা করে বলে দিতে হয়না। মাঝেমধ্যেই খালি গলায় গান গেয়ে নেটদুনিয়ায় পোস্ট করেন আদৃত। আবারও তার খালি গলায় গাওয়া গান মন ছুঁয়েছে দর্শকদের।
Adrit Roy Viral Video
দু’বছর আগে চ্যালেঞ্জ সিনেমায় বিখ্যাত গায়ক নচিকেতার গাওয়া গান ‘জানিনা কেন তা জানিনা’ গানটি খালি গলায় পরিবেশন করেছিলেন আদৃত আর তার ঠিক পাশেই বসে ছিল বর্তমানে টলিউডের সুপারস্টার দেব। ভিডিওটি প্রকাশিত হয়েছিল ইউটিউব প্ল্যাটফর্মে। ভিডিওটিতে দেখা যায় মোবাইলে লিরিক্স দেখে গানটি পরিবেশন করছেন আদৃত এবং তার মুখের কাছে মাইক্রোফোন ধরেছেন দেব। মাঝেমধ্যে তার সঙ্গে গলা মেলাতেও দেখা গিয়েছে দেবকে।
গান গেয়ে মঞ্চ মাতালেন টলি ডিভা শ্রাবন্তী! দেখুন ভাইরাল ভিডিও
গানের ভিডিওটি ইউটিউবে শেয়ারের পর থেকেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। আদৃতের গানে প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা। এমনকি স্বয়ং দেবও তার গানের ভূয়সী প্রশংসা করেছেন।নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। ভিডিওটির ভিউস সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গিয়েছে। প্রায় ৩৮ হাজারের বেশি মানুষ ভিডিওটিকে লাইকও করেছেন। একজন লিখেছেন, যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর গলার স্বর…বিউটি উইথ ব্রেন। এরম আরও ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি