Aishwarya Sheoran: মিস ইন্ডিয়া ফাইনালিস্ট থেকে সিভিল সার্ভিসে 93 তম স্থান! ঐশ্বর্যের গল্প চমকে দেবে সকলকে
নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি একজন সুন্দরী IPS অফিসার তিনি।

Aishwarya Sheoran: কথায় বলে ‘রূপে লক্ষ্মী গুণে সরস্বতী’। এই কথাই যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছেন ঐশ্বর্য শেহরন (Aishwarya Sheoran)। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি একজন সুন্দরী IPS অফিসার তিনি। UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় 93 র্যাংক করেছেন ঐশ্বর্য। 2019 সালে এই পরীক্ষা দিয়েছিলেন তিনি। হয়ে উঠেছেন বহু তরুণীর অনুপ্রেরণা। কী ভাবে এই কঠিন পরীক্ষায় সফল হলেন ঐশ্বর্য? কেনই বা মডেলিং ছেড়ে আমলার পথ বেছে নিলেন তিনি? মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট হয়েও কেন বেছে নিলেন ভিন্ন পেশা? জেনে নেওয়া যাক বিস্তারিত।
ছোট থেকেই পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন ঐশ্বর্য (Aishwarya Sheoran)। উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাইন্স নিয়ে পড়েছেন তিনি। স্কুলে ছিলেন টপার। ক্লাস টুয়েলভে তিনি পেয়েছিলেন 97.5 শতাংশ নম্বর। তবে কেবলমাত্র পড়াশোনা নয় পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও গড়ে তুলেছেন নিজের পরিচয়। তবে শখ ছিল মডেল হওয়ার। আর সেই শখ পূরণের জন্য প্রস্তুতিও শুরু করে দেন ঐশ্বর্য।
রত্নকন্যা! বিশ্বের কনিষ্ঠতম সিএ হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন নন্দিনী আগরওয়াল
রাজস্থানের জন্ম হলেও তিনি বেড়ে উঠেছেন দিল্লিতে। তাঁর বাবা সেনা কর্নেল। মা গৃহবধূ। কলেজের ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন ঐশ্বর্য। যদিও সেই ঘটনা হঠাৎ করেই ঘটেছিল তাঁর জীবনে। ঐশ্বর্যর কথায়, ‘মায়ের সাথে একবার শপিং মলে গিয়েছিলেন শপিং করতে। সেখানেই চলছিল এক প্রতিযোগিতা। মা যখন শপিং করতে ব্যস্ত ঠিক তখনই আমি প্রতিযোগিতায় অংশ নিয়েনি। এমনকি জিতেও গিয়েছিলাম। এরপর আমাকে মুম্বাইতে যেতে হয়। মা বরাবরই চাইতেন আমি যেন মিস ইন্ডিয়া হই। মায়ের স্বপ্ন পূরণ করতেই প্রতিযোগিতায় অংশনি। সেটাই শুরু ‘।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি