
Black Taj Mahal: গোটা বিশ্ববাসীর কাছেই গুরুত্ব রয়েছে আগ্রার তাজমহলের। বিদেশ থেকে বহু পর্যটক এ দেশে আসেন বিশ্বের সপ্তম আশ্চর্যের এই স্মৃতিসৌধ দেখতে। আগ্রার শ্বেতশুভ্র তাজমহলের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রেম, ভালোবাসার এক উজ্জ্বল সাক্ষ্য। শতকের পর শতক ধরে এই তাজমহলের সঙ্গেই জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। প্রেমের প্রতীক হিসেবে জনপ্রিয় এই তাজমহলকে দেখা মানেই এক টুকরো স্বর্গকে হাতের নাগালে পেয়ে যাওয়া। এমনটাই মনে করেন পর্যটকেরা। তবে আমাদের দেশেই রয়েছে কালো তাজমহল (Black Taj Mahal)। কোথায় গেলে দেখা পাওয়া যাবে সেই তাজমহলের? জেনে নেওয়া যাক বিস্তারিত।
Black Taj Mahal:
মধ্যপ্রদেশের বুরহানপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত কালো তাজমহল (Black Taj Mahal)। এখানে সমাধি রয়েছে শাহ নওয়াজ খানের। প্রচলিত কাহিনী অনুযায়ী, মধ্যপ্রদেশের বুরহানপুরের এই তাজমহল দেখেই নাকি আগ্রায় তাজমহল তৈরি করেছিলেন শাহজাহান। যদিও এর মধ্যে কতটা সত্য লুকিয়ে রয়েছে সে বিষয়ে কোনো হদিস পাওয়া যায়নি। আবার ঐতিহাসিকবিদদের মতে, সাদা মার্বেল দিয়ে তাজমহল বানানোর পর শাহজাহান কালো তাজমহল বানানোর তোড়জোড় শুরু করেছিলেন। তবে সেই কাজ হয়নি সমাপ্ত।
2019 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক এবং জরিপ বিভাগ একটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন এবং এই ঐতিহ্যবাহী স্মৃতিসৌধটির সম্পর্কে নানান তথ্য সংগ্রহ করতে শুরু করেন। ঐতিহাসিক বিদদের মতে, আনুমানিক 1622 থেকে 1623 সালের কোন একটা সময় নির্মাণ করা হয়েছিল কালো তাজমহল (Black Taj Mahal)।
যমুনার জলে ভাসছে তাজমহল! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল জগৎবিখ্যাত সৌধের ভাসমান ছবি
কালো পাথরে তৈরি এই তাজমহল সময়ের সঙ্গে সঙ্গে আরো কালো হয়ে গিয়েছে। ঐতিহাসিকবিদদের মতে, বুরহানপুরের মাটিতে প্রচুর উইপোকা এবং পোকামাকড়ের উপস্থিতি ছিল একটা সময়, আর তাই পাথর যাতে নষ্ট না হয়ে যায় সে কারণেই সাদা পাথরের বদলে কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছিল তাজমহল। মুঘল আমলে সেভাবে এই তাজমহল জনপ্রিয়তা না পেলেও বর্তমানে বেড়েছে জনপ্রিয়তা। আবার তাজমহলের সঙ্গে হুবহু মিল রয়েছে কালো তাজমহলে। তবে এটি আকারে অনেকটাই ছোট। মূল বিশাল গম্বুজ সদৃশ কাঠামোর চারিধারে রয়েছে সুন্দর বাগান। ভবনের ভিতরে গেলে দেখা যাবে নানান রকমের পেন্টিং। বর্তমানে কালো তাজমহল দেখতে ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের বহু পর্যটক।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি