ভাইরালভিডিও

Viral Video: কোবরা ও গরুর ভালোবাসায় মুগ্ধ নেটপাড়া! দেখুন ভাইরাল ভিডিও 

সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল ভিডিওগুলির (Viral Video) মধ্যে সাপের ভিডিও হল অন্যতম।

Advertisements

Viral Video: বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই আজব দুনিয়ার নানান কান্ডকারখানার সাক্ষী হওয়া যায়। এই দুনিয়ায় যেমন রয়েছে মানুষের মতো সভ্য প্রাণী, ঠিক তেমনই রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। যাদের বেশিরভাগ সময়ে হিংস্র কিংবা বিষধর বলে আখ্যা দেওয়া হয় আর তাদের মধ্যে অন্যতম হলো সাপ। সাপ বিষাক্ত হোক বা বিষবিহীন, তা দেখে মানুষের চোখ যে কপালে ওঠে সেটা বলার অপেক্ষা রাখে না!

এক ঝলকে

Advertisements

Cow Affectionately Likes Cobra

Viral Video

সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল ভিডিওগুলির (Viral Video) মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। সম্প্রতি এরকমই একটি ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে নেটদুনিয়ার পাতায়। তবে এবার শুধু সাপ নয়, রয়েছে গোমাতা গরুও। এক গরু এবং বিষধর কোবরা সাপের যুগলবন্দী দেখে রীতিমতো হতবাক হয়েছে নেট দুনিয়া।

Advertisements

ছাগলের ট্রেনের টিকিট! আদিবাসী মহিলার সততা দেখে মুদ্ধ নেটপাড়া

Viral Video

বর্তমানে নেট দুনিয়ার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া সব কিছু মুহূর্তের মধ্যে চোখের সামনে চলে আসে। যা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ঠিক তেমনই একটি ঘটনা ধরা পড়লো আইএফএস অফিসার সুশান্ত নন্দার টুইটার অ্যাকাউন্টে। যেখানে দেখা যাচ্ছে, একটি খোলা জায়গায় বেশ কিছু গরু রয়েছে আর তার ঠিক সামনে এসে হাজির হয়েছে একটি বিষাক্ত কোবরা সাপ। প্রথমে দেখা যায় সাপটি ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে সামনে আসে একটি গরু। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে সাপটি গরুটিকে ছোবল মারবে কিন্তু পরে অবশ্য দেখা যাচ্ছে, গরুটি সাপটির মাথায় স্নেহের চুম্বন দিচ্ছে। আইএফএস অফিসার তাঁর ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “বিশ্বাস করতে না পারলেও, ভালোবাসাই বিশ্বাস জিতে নিয়েছে”। যাদের দেখে হতবাক নেট দুনিয়া।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles