বিনোদন দুনিয়া

Ankita Mallick: নববধূর সাজে ‘জগদ্ধাত্রী’, চুপিচুপি সেরে নিলেন বিয়ে!

তাহলে কি পর্দার জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাস সান্যাল, সত্যি করেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন?

Advertisement
Advertisements

বিয়ের পিঁড়িতে নব বধূর সাজে অনস্ক্রিন ‘জগদ্ধাত্রী’ Ankita Mallick), চুপি চুপি সেরে নিলেন বিয়েটাও

Ankita Mallick : হঠাৎ করেই বিয়ের সাজে ভাইরাল হলেন অভিনেত্রী ‘অঙ্কিতা মল্লিক’ (Ankita Mallick)। সোশ্যাল মিডিয়ার রীতিমত প্রশ্নের ঝড়! তাহলে কি পর্দার জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাস সান্যাল, সত্যি করেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? এই ব্যাপারে অবশ্য সব উত্তর জানিয়েছেন, টলিউড ফটোগ্রাফার রুদ্র সাহা (Rudra Saha)।

জি বাংলার এক অতি সুপরিচিত মুখ ‘অঙ্কিতা মল্লিক’। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের মাধ্যমে ‘জ্যাস সান্যাল’ অর্থাৎ ‘জগদ্ধাত্রী’ ভূমিকায় অভিনয় করা ‘অঙ্কিতা’, বেশ ভালই জনপ্রিয়তা কুড়িয়েছেন। দুটি আলাদা চরিত্রে অভিনয় করা সত্ত্বেও, তার অভিনয় দক্ষতা সকলের নজর কেড়েছে আর এবার তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় হাজির হলেন একেবারে নববধূর সাজে।

Ankita Mallick

এর ফলে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি অঙ্কিতা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? আসলে তা নয়! কলকাতার সেলিব্রেটি ফটোগ্রাফার ‘রুদ্র সাহা’ তাকে এই সাজে সাজিয়ে তুলেছে। অঙ্কিতার পরনে ছিল একটি লেমন ইয়েলো রঙের জামদানি, যাতে সাদা রংয়ের অসংখ্য কারুকার্য করা। এর সাথে একটি লেমন ইয়েলো রঙের ব্লাউজ পরেছিলেন। অভিনেত্রীল মাথা জুড়ে ছিল ঘোমটা। মাথায় গুঁজে ছিলেন গোলাপ ফুল। সিঁথিতে ছিল সোনালী টিকলি এবং টায়রা। গলায় পরেছিলেন মুক্তর সাতনরি নেকলেস, কানে ছিল সোনালী রঙের মুক্তোর চেন। এর সাথে কোমরে কোমর বন্ধনী ও নাকে নথ।

বলা বাহুল্য অঙ্কিতা কিন্তু অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও অত্যন্ত সক্রিয়। তাইতো তার এই সাজ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। তার মেকআপ থেকেও চোখ সরানো দায় ছিল। চোখ জুড়ে পরেছিলেন কাজল, এর সাথে ছিল শিমারি আইশ্যাডো। গালে গোলাপি হাইলাইটার আর ঠোঁট রাঙিয়েছিল মেরুন রঙের লিপস্টিকে। কপালে ছিলো সাদা চন্দন, হাতে বিয়ের গাছকৌটো। এই ছবিটি অবশ্য আপলোড করেছিলেন ফটোগ্রাফার রুদ্রই। তিনি ক্যাপশন দিয়েছিলেন, “জামদানি সাজে বিয়ের কনে”। ব্যাকগ্রাউন্ডে বাজছিল কিংবদন্তী ওস্তাদ বিসমিল্লাহ খানের (Ustad Bismillah Khan) ‘টোড়ি রাগের সানাই’।

Ankita Mallick Bridal look

 

View this post on Instagram

 

Shared post on

The Bay County Library lists an office in Des Moines. Dura Supreme is owned and financially supported by GHK Capital Partners LP, a private equity firm.

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে