Anurager Chhowa: বেকায়দায় মিশকা! শেষ মুহূর্তে রত্নার দেওয়া ভিডিও ফুটেজেই নির্দোষ প্রমাণিত হলো সূর্য, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিচ্ছে এই ধারাবাহিক।

Anurager Chhowa: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ও চর্চিত ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। ইদানিং বেশ জমে উঠেছে ধারাবাহিকটি। প্রতি পর্বেই দর্শকদের জন্য থাকছে নিত্য নতুন চমক। যার কারণে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শক। প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিচ্ছে এই ধারাবাহিক। নিত্য দর্শকরা সকলেই জানেন সূর্য ও দীপাকে আলাদা করতে নোংরা চক্রান্ত করেছে মিশকা। ল্যাবে স্টোর করে রাখা সূর্যের শুক্রাণু দিয়ে গর্ভবতী হয়েছে সে। কিন্তু সেই বিষয় অবগত নয় কেউই। এদিকে সূর্য ও দীপার মধ্যে যখন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে ঠিক সেই সময়েই সেখানে উপস্থিত হয়ে মিশকা জানিয়ে দিয়েছে তার গর্ভের সন্তানের বাবা সূর্য।
Anurager Chhowa Star Jalsha
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে মিশকার বাড়িতে প্রমাণের খোঁজে গেলে এক ডাক্তারের খোঁজ পায় সে। কিন্তু সেই ডাক্তারের চেম্বারে গেলে তাকে দেখেই লুকিয়ে পরে সে। এদিকে পরের দিন সকালে হসপিটালে ডিএনএ টেস্ট করাতে গেলে মিশকা সূর্যকে জানিয়ে দেয় যে সে জানে রিপোর্ট কি আসবে! অন্যদিকে টেস্টের রিপোর্ট নেগেটিভ আসবে এই আশায় সেনগুপ্ত বাড়িতে সেলিব্রেশন করে সকলে। ঠিক সেই সময়ই মিশকা ডাক্তারকে এনে সকলকে জানিয়ে দেয় সূর্য ও তার গর্ভে থাকা সন্তানের ডিএনএ ম্যাচ করে গেছে। সূর্যর কথা কেউ বিশ্বাস করতে চায়না।
Anurager Chhowa New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে মিশকার থেকে সকল সত্যি জানতে তার ভারী পৌঁছে গেছে সূর্য। সেখানে গিয়েই সে নিজের মাথায় রিভলভার তাক করে বলে সে নিজেকে শেষ করে দেবে। মিশকা এই দেখে ঘাবড়ে যায় এবং বলে যে সে সূর্যকে ভালবাসে তাকে পেতেই সে সব করছে। সূর্য সাফ জানিয়ে দেয় তার পুরো জীবন জুড়েই রয়েছে দীপা। এই শুনে মিশকা রেগে গিয়ে সূর্যকে জিজ্ঞাস করে কি এমন আছে দীপার মধ্যে? কি যোগ্যতা দীপার? এই বলে মিশকা সূর্যকে তার কাছে চলে আসার জন্য বারবার বলতে থাকে।
দীপার মোক্ষম চাল! সূর্যকে বাঁচাতে তবলার সঙ্গে মিলে মিশকাকে বন্দী করল দীপা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
সূর্য এরপর জানিয়ে দেয় যে সে মিশকাকে চায়না তাই সে নিজেকে শেষ করে দেবে। এরপর সূর্যকে আটকাতে গিয়ে মিশকার সঙ্গে হাতাহাতি হয় সূর্যর আর ঠিক সেই সময়ই গুলি লাগে মিশকার। সূর্যর হাতে রিভলভার দেখে খুনের দায়ে পুলিশ অ্যারেস্ট করে সূর্যকে। সূর্যর সকলকে জানায় সে নির্দোষ কিন্তু তার কথা কেউই বিশ্বাস করতে চায়না। দীপাও ভেবে পায়না সে কীভাবে সূর্যকে বাঁচাবে! সেই সময় দীপার সৎ মা রত্না দেবী এসে জানান সেই সময় সেখানে সে উপস্থিত ছিলেন তাই যা প্রমাণ দেওয়ার সেই দেবে। কোর্টে উপস্থিত হয়ে সে জানিয়ে দেয় তার কাছে এমন কিছু প্রমাণ আছে যার দ্বারা প্রমাণিত হবে সূর্য নির্দোষ। রত্না দেবীর পেশ করা ভিডিওতে দেখা যায় সূর্যকে আটকাতে গিয়ে হাতাহাতিতেই ভুলবশত গুলি বেরিয়ে লেগে যায় মিশকার। এই দেখে অবাক হয় সকলে।
তবে এমন কোনো ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশে আনা হয়নি বরং ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। তবে সত্যিই যদি এমন ভাবে রত্না দেবীর দ্বারা নির্দোষ প্রমাণিত হয় সূর্য তবে কেমন লাগবে দর্শকদের?
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি