Anurager Chhowa: দীপার বুদ্ধিতেই বাজিমাত! পুলিশের কাছে মিশকার ষড়যন্ত্র ফাঁস করল ডাক্তার, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
দর্শকের ইচ্ছা পূরণ সমস্ত ভুল বোঝাবুঝির অবসানের পর এক হয়েছে সূর্য ও দীপা।

Anurager Chhowa: স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত হওয়া সবচেয়ে পুরনো ও জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। সম্প্রচারের প্রথম দিন থেকেই দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছিল এই ধারাবাহিক। বর্তমানে গল্পে চলছে টানটান উত্তেজনা।
দর্শকের ইচ্ছা পূরণ সমস্ত ভুল বোঝাবুঝির অবসানের পর এক হয়েছে সূর্য ও দীপা। কিন্তু আবারও মিশকার নোংরা ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা। ধারাবাহিকের নিত্য দর্শকরা জানেন, মিশকা সেনগুপ্ত বাড়ির সকলের সামনে দাবি করেছে তার গর্ভের সন্তান সূর্যর। যদিও এরপর তবলার সঙ্গে হাত মিলিয়ে মিশকার পর্দা ফাঁস করেছে দীপা। কিন্তু তারপরেও মিশকা দমে যায়নি বরং ঠিক করেছে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ করবে তার গর্ভের সন্তানের বাবা সূর্য।
Anurager Chhowa New Episode
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সোনা রুপাকে নিয়ে মিশকার বাড়ি যায় দীপা এবং সেখানে দীপার কথা মতো মিশকাকে নানা কাজে ব্যস্ত রাখে তারা। তাদের দুষ্টুমিতে নাজেহাল হয়ে যায় মিশকা। প্রমাণ পাওয়ার আশায় মিশকার অনুপস্থিতিতে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এরপরই সোনা-রুপা মিশকার কাছ থেকে তার ফোনটা নিয়ে এসে দীপাকে দেয় এবং রান্নাঘরে বন্দী করে দেয় মিশকাকে। সেই ফোনেই দীপা এক ডাক্তারের মেসেজ দেখতে পায়। যেখানে সে দেখে কোনো এক ডাক্তার মিশকার কাছ থেকে টাকা নিতে আসছে। এই দেখে সন্দেহ হয় দীপার।
অন্যদিকে মিশকার বাড়িতে সূর্যের স্যার চলে এলে দীপা চলে আসে সেখান থেকে। স্যার এসে মিশকাকে রান্না ঘর থেকে বের করে আনলে দীপা সেখান থেকে চলে যায়। মিশকা স্যারের কাছে কান্নাকাটি করে নিজের দলে টানে। দীপা ডাক্তারের চেম্বারে গেলে তাকে দেখে বিপদের আঁচ পেয়ে লুকিয়ে পড়ে সে। কিন্তু ল্যাবে অনেক যন্ত্রপাতি দেখে দীপা সন্দেহ করে সেখানে কিছু একটা হচ্ছে।
প্রমাণসহ পাকড়াও রূপ, ময়ূরী ও দেবযানীকে হাতেনাতে ধরল গিনি, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
অন্যদিকে মিশকা পুলিশের কাছে গিয়ে দীপার নামে অভিযোগ জানায়। মিশকার কথায় সম্মতি জানায় তার স্যারও। এরপর পুলিশ দীপাকে অ্যারেস্ট করতে সেনগুপ্ত বাড়িতে এলে দীপা তার মনের সন্দেহের কথা সব পুলিশকে জানায় এবং তাদের সঙ্গে নিয়েই পৌঁছে যায় সেই ডাক্তারের চেম্বারে। সেখানে পুলিশের জেরার মুখে পড়ে ডাক্তার সব সত্যি জানিয়ে দেয় এবং মিশকার পর্দা ফাঁস করে। তবে এমন কোনো ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। যদি সত্যিই এমন ভাবে ডাক্তারের দ্বারা মিশকার ষড়যন্ত্র সকলের সামনে আসে তবে কেমন লাগবে দর্শকদের!
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি