Anurager Chhowa: দুমুখো সূর্য! মিশকার সন্তান আসতেই দীপার থেকে মুখ ফেরালো সূর্য!
স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)।

Anurager Chhowa: স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এক সময় বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিকের টিআরপি এখন বেশ কম গিয়েছে। লাবণ্য ও সূর্যর দুমুখো ব্যবহার দর্শক যে পছন্দ করছেন না তার প্রমাণ মিলছে টিআরপির মাধ্যমে। নিত্য দর্শকরা সকলেই জানেন মিশকার শত ভুল সত্বেও তাকে বাড়িতে এনে রেখেছিলেন লাবণ্য এবং মিডিয়ার সামনে কথা দিয়েছিলেন যত দিন না মিশকার বাচ্চা হচ্ছে সে সেনগুপ্ত বাড়িতেই থাকবে।
Anurager Chhowa Star Jalsha
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, নিজের দোষে অনেক প্রতিকূল পরিস্থিতিতে সন্তান জন্ম দেয় মিশকা। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম হওয়ায় বাচ্চার কিছু সমস্যা দেখা দেয়। তাই ডাক্তার জানিয়ে দেন মিশকা ও তার সন্তানকে খুব যত্নে রাখতে হবে। সূর্য ঠিক করে মিশকা ও তার সন্তানকে বাড়ি নিয়ে এসে রাখবে। তাকে পূর্ন সমর্থন জানায় লাবণ্য।
এক হল মেঘ-নীল! ময়ুরীর হাত থেকে মেঘকে বাঁচালো নীল, দুর্ধর্ষ প্রোমো
Anurager Chhowa New Episode
শেষ পর্বে দেখা গিয়েছে সূর্য মিশকা ও তার সন্তানকে নিয়ে সেনগুপ্ত বাড়ির চৌকাঠে দাড়ালে অত্যন্ত রেগে যায় প্রবীর। এরপর সূর্যর কোলে মিশকার সন্তানকে দেখে মন থেকে ভেঙে পড়ে দীপা। দীপার এই অবস্থা দেখে মুচকি হেসে মনে মনে খুশি হয় মিশকা। সে ঠিক করে এইবার এই ছেলেকে দিয়েই সে সূর্যর কাছে পৌঁছাবে এবং দীপাকে বাড়ি ছাড়া করবে। এরপর কেউ তাদের বরণ না করলে সোনা বরণডালা সাজিয়ে নিয়ে আসে।
এরপরই দেখা যায় মিশকার সন্তানকে অনেক যত্ন করছে সূর্য। মাঝে বাচ্চাটি কেঁদে উঠলে সূর্য তাকে কোলে নিলেই সে চুপ করে যায় যা দেখে মিশকা বলে বাবার কোলে গিয়ে চুপ করে গেছে। যা শুনে আরও কষ্ট পায় দীপা। এরপরই সে সূর্যকে নিজের ঘরে ডাকে কিছু কথা বলার জন্য। সূর্যকে দীপা জিজ্ঞেস করে সে আর কত কষ্ট সহ্য করবে! সূর্য জানায় তার ইচ্ছা করছে মিশকাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিতে কিন্তু বাচ্চাটার কোনো দোষ নেই। সূর্যর এই কথায় বেশ অবাক হয় দীপা। অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) পর্বটি দেখার পরই সূর্যর উপর ক্ষুব্ধ হয়েছে দর্শকরা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি