বিনোদন দুনিয়াভিডিও

Anurager Chhowa: দুর্ধর্ষ এপিসোড! দীপাকে ভুলে মিশকা ও তার সন্তানকে আপন করে নিল সূর্য

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো 'অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)'।

Advertisements

Anurager Chhowa: স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)’। বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি (TRP) নিম্নমুখী হলেও এক থেকে পাঁচের মধ্যে নিজের জায়গা ধরে রেখেছে এই মেগা। বর্তমানে গল্প আবর্তিত হচ্ছে মিশকা ও তার সন্তানকে কেন্দ্র করে। নিয়মিত দর্শকরা সকলেই জানেন নিজের দোষে প্রতিকূল পরিস্থিতিতে পুত্র সন্তানের জন্ম দেয় মিশকা। তাই ডাক্তার জানিয়ে দেন মিশকা ও তার সন্তানকে খুব যত্নে রাখতে হবে। তাই সূর্য ও লাবণ্য ঠিক করে তাদের সেনগুপ্ত বাড়িতে এনে রাখবে।

Advertisements

Anurager Chhowa Star Jalsha

Anurager Chhowa

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, মিশকা তার সন্তানকে নিয়ে বাড়িতে আসার পর থেকেই পুত্র স্নেহে অন্ধ হয়ে গিয়েছে সূর্য ও লাবণ্য। এমনকি তারা সোনা রূপাকেও ভুল বুঝছে। এর মাঝে মিশকার পাপাই এসে জানায় দীপা সেনগুপ্ত বাড়িতে থাকলে সে মিশকা ও তার সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যাবে। তাই মিশকা ও তার সন্তানকে রাখতে হলে সূর্য ও দীপার ডিভোর্স করাতে হবে। লাবণ্য তার কথায় সূর্য ও দীপাকে আলাদা হয়ে যেতে বলে। লাবণ্যর কথায় কেউ সমর্থন না জানালেও দীপা জানিয়ে দেয় যেখানে তার কোনো সম্মান নেই সেখানে সে থাকবে না।

Advertisements

চাঞ্চল্যকর এপিসোড! ময়ূরীর সাহায্যে মেঘের চরম সর্বনাশ করে দিল রূপ

সূর্য প্রথমে লাবণ্যর কথায় রাজি না হলেও পরে সে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। যা দেখে দীপা বুঝতে পারে তার দিন শেষ ফুরিয়েছে। যে ডাক্তারবাবু তাকে এত ভালোবাসতো সে যখন নিজে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে তখন সেও তাকে মুক্তি দেবে। এই ভেবে ডিভোর্স পেপারে সাইন করে দেয় দীপা। এদিকে মিশকার ছেলের প্রতি সূর্যর ভালোবাসা দেখে কষ্ট পেতে থাকে দীপা। তবে কী এইবার সব কিছু থেকে বেরিয়ে গিয়ে নিজের নতুন জীবন শুরু করবে দীপা! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি

Related Articles