Anurager Chhowa: ক্ষমা চেয়েও হলো না লাভ, সূর্যকে ডিভোর্স দিয়ে বাড়ি ছাড়লো দীপা!
দীর্ঘদিন ধরে সূর্য-দীপার ঝামেলা দেখে অতিষ্ট হয়ে যাচ্ছে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের দর্শকেরা।

Anurager Chhowa: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) হলো অন্যতম। তবে দর্শকদের মনে ধীরে ধীরে ক্ষোভ তৈরী করছে এই ধারাবাহিক! দীর্ঘদিন ধরে সূর্য-দীপার ঝামেলা দেখে অতিষ্ট হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের দর্শকেরা। সকলেরই আশা ছিল হয়তো কোনো ভাবে সূর্য-দীপা এক হয়ে যাবে। দীপা চেষ্টা করলেও, সূর্য বারবার তাকে প্রত্যাখ্যান করেছে। তবে আর সূর্যর কোন বাড়াবাড়ি সহ্য করল না দীপা। সূর্যকে ডিভোর্স দিয়ে বেরিয়ে গেল সেনগুপ্ত বাড়ি থেকে। এবার দীপাকে কি আর কোনো ভাবে ফিরিয়ে আনতে পারবে সূর্য?
Anurager Chhowa- Star Jalsha
ধারাবাহিকের নতুন পর্বে দেখা গেছে, দীপা দুই মেয়ে সোনা ও রুপাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি ছাড়তে তৎপর হয়ে উঠেছে। সোনার সব জিনিস সে গুছিয়ে নেয় এবং তৈরি হয় সূর্যকে ডিভোর্স দেবে বলে। দীপা ও রুপাকে সহ্য করতে না পারলেও, সূর্য সোনাকে ছোট থেকে বড় করেছে তাই সোনার প্রতি তার অগাধ ভালোবাসা। সোনাকে কখনোই ছেড়ে থাকতে পারবে না সূর্য, একথা সকলেই জানে। তাই সে যখন মাতাল অবস্থায় বাড়ি ফিরে দেখে, সোনার সব জিনিস দীপা গুছিয়ে নিয়েছে। তখন বুঝে যায় যে, দীপা এবার সোনাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। সূর্য তখনই মরিয়া হয়ে ওঠে দীপাকে আটকানোর জন্য।
New Episode
সূর্য দীপাকে বলে, “সোনাকে আমার কাছ থেকে নিয়ে যেও না প্লিজ। ওকে আমি বড্ড ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমরা সকলেই এই বাড়িতে থেকে যাও”। তবে দীপা একেবারেই নারাজ সেনগুপ্ত বাড়িতে সূর্যের সাথে থাকতে। সে বলে, সে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না। এমনকি সূর্যকে ডিভোর্স দেওয়ার চিন্তা-ভাবনাও সে হয়তো করতে থাকে। দীপা বলে, “ডাক্তার বাবু এখন অনেক দেরি হয়ে গেছে। এবার আমাকে ঘুরে দাঁড়াতেই হবে”।
“দীপা নির্দোষ!” সূর্যর সামনে মিশকার মুখোশ খুলে দিলো তার মামা!
তাহলে কি এভাবেই আলাদা হয়ে যাবে সূর্য ও দীপার পথচলা? কখনোই কি দুই মেয়েকে নিয়ে একসঙ্গে আর সংসার করতে দেখা যাবে না তাদের! আগামী পর্বগুলি জানতে, দেখতে হবে স্টার জলসায় ‘অনুরাগের ছোঁয়া’।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি