বিনোদন দুনিয়া

Anurager Chhowa: এইভাবেই শেষ হয়ে গেল অনুরাগের ছোঁয়া!

ধারাবাহিক টি শুরুর প্রথম দিন থেকেই সূর্য ও দিপার কেমিস্ট্রি মন কেড়েছিল দর্শকদের।

Advertisements

Anurager Chhowa: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। একদম শীর্ষে অবস্থান করছে এই ধারাবাহিক। ধারাবাহিক টি শুরুর প্রথম দিন থেকেই সূর্য ও দিপার কেমিস্ট্রি মন কেড়েছিল দর্শকদের। মাঝে অনেকগুলো দিন মিশকার চক্রান্তে সূর্য দীপাকে ভুল বুঝলেও দর্শক অপেক্ষায় ছিলেন তাদের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার।

Anurager Chhowa Star Jalsha

Anurager Chhowa: এইভাবেই শেষ হয়ে গেল অনুরাগের ছোঁয়া!

Advertisements

ইদানিং গল্প মোড় নিয়েছে সেই দিকেই। সোনা ও রুপার বাবা যে সূর্য তা সে ডিএনএ টেস্ট করে জানতে পেরেছে। এরপরই দীপাকে নিজের জীবনে আবারো ফিরিয়ে আনতে মরিয়া হয়ে ওঠে সূর্য। দুই মেয়ের কথা ভেবে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে দীপা। অনেকদিন বাদে সেনগুপ্ত বাড়ি ভরে উঠেছে আনন্দে। দীপার ফিরে আসায় সকলেই ভীষণ খুশি। এতদিনে সূর্য যে নিজের ভুল বুঝতে পেরে ফিরিয়ে এনেছে দীপাকে তাতে খুশি হয়েছেন সকলেই। সঙ্গে ইচ্ছা পূরণ হয়েছে দর্শকদের।

Anurager Chhowa

Advertisements

এদিকে সূর্যর উপর অভিমান করে থাকলেও মনে মনে এখনও সূর্যকে আগের মতোই ভালোবাসে দীপা। অন্যদিকে দীপার মান ভাঙাতে তার কাছে ক্ষমা চাওয়া থেকে শুরু করে তার প্রিয় খাবার পর্যন্ত রান্না করে সূর্য। এদিকে সূর্য যে দীপাকে আবারও নিজের স্ত্রীর পরিচয় দিয়ে ভালোবাসছে তা সহ্য করতে পারছে না মিশকা। সে নতুন করে আবারও সূর্য ও দীপার জীবনে অশান্তি লাগানোর ফন্দি আঁটতে থাকে। নিজের সমস্ত সীমা লঙ্ঘন করে সে ঠিক করে ল্যাবরেটরীতে প্রিজার্ভ করে রাখা সূর্যের স্পাম দিয়ে সে এইবার নিজেকে গর্ভবতী বলে সূর্যকে ফাঁসিয়ে দেবে দীপার কাছে। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু করেছে সে।

অবিশ্বাস্য চমক! কলেজে মিনির সঙ্গে অসভ্যতা করলে রূপকে উচিত শিক্ষা দিল জিষ্ণু, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Anurager Chhowa New Episode

Anurager Chhowa

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে সেনগুপ্ত বাড়ির সকলের সামনে মিশকা সূর্যকে তার গর্ভের সন্তানের বাবা বলে দাবি করে। এই কথা শুনে চমকে যায় সেনগুপ্ত বাড়ির সকলে। তবে কি সত্যিই মিশকা সূর্যের স্পার্ম দিয়ে নিজেকে গর্ভবতী প্রমাণ করবে নাকি মিথ্যা নাটক করবে? মিশকার এই কথায় কি বিশ্বাস করবে সকলে নাকি আবারও সূর্যকে ভুল বুঝবে দীপা? কোন দিকে মোড় নেবে গল্প জানতে দেখতে হবে অনুরাগের ছোঁয়া।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles