Anurager Chhowa: খেলা শেষ! দীপাকে মারতে এসে নিজেই শেষ হলো মিশকা, প্রকাশ্যে ধারাবাহিকের ধুন্ধুমার পর্ব
যত দিন যাচ্ছে ততই এই ধারাবাহিকটি নিয়ে মানুষের মনে কৌতুহল সৃষ্টি হচ্ছে।

Anurager Chhowa: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে ‘অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)’। যত দিন যাচ্ছে ততই এই ধারাবাহিকটি নিয়ে মানুষের মনে কৌতুহল সৃষ্টি হচ্ছে। ইদানিং ধারাবাহিকের প্রতিটি পর্বই জমজমাট হয়ে উঠেছে। গল্প যেদিকে মোড় নিয়েছে এই মুহূর্তে তাতে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শক।
Anurager Chhowa Star Jalsha
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, তবলার সাহায্যে মিশকার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে উঠে পড়ে লেগেছে দীপা।দীপা বুঝতে পেরেছে কোনো না কোনো প্রমাণ সে মিশকার বাড়ি থেকে পেয়ে যাবে। পরিকল্পনা মতো মিশকার বাড়িতে পৌঁছে যায় দীপা ও তবলা। দরজা বন্ধ থাকায় পিছনের জানলা দিয়েই বাড়িতে ঢোকে তারা। বুড়ির ছদ্মবেশে সবকিছুই দৃষ্টিগোচর হয় মিশকার। বিপদ আসন্ন বুঝতে পেতেই তাড়াতাড়ি করে পুলিশকে খবর দেয় সে।
মাটিতে পড়ে থাকা রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখে দীপা বুঝে যায় মিশকা জানালা দিয়েই পালিয়ে গিয়েছিল এবং রক্তের দাগও পরেই লাগানো হয়েছে। তার কাছে দিনে আলোর মত সবটা পরিষ্কার হয়ে যায়। পুলিশ আসায় বেশিক্ষণ সেখানে থাকতে পারেনা তবলা ও দীপা। কোনরকমে জানালা দিয়ে বেরিয়েই ঝোপের মধ্যে লুকিয়ে পরে তারা। অফিসার দীপার শাড়ির ছেঁড়া টুকরো দেখতে পেয়ে ভিডিও কল করে দীপাকে। কিন্তু ততক্ষণে শাড়ির দোকানে গিয়ে নতুন শাড়ি পড়ে নেওয়ায় পুলিশ ধরতে পারেনা দীপাকে। এদিকে মিশকা ভাবে দীপাকে আগে শেষ করতে হবে। দীপা শেষ হয়ে গেলে কোনো ঝামেলাই থাকবে না। দীপাকে মারতে এক বিরাট ষড়যন্ত্র করে মিশকা আর সেই ষড়যন্ত্রের প্রথম শিকার হয় রত্না। আসলে রুপার ভালোবাসায় নিজেকে সম্পূর্ন পরিবর্তন করে ফেলেছে সে। প্রথমবার সূর্য ও দীপার মঙ্গল কামনায় সে পূজো দিতে গেছে আর এটাকেই হাতিয়ার বানিয়েছে মিশকা।
Anurager Chhowa New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা রত্না দীপা ও সূর্যের জন্য মন্দিরে পূজো দিতে গেলে সেখানে এক মহিলা তান্ত্রিকের বেশে হাজির হয় মিশকা। অন্তর্যামীর ভান করে রত্নাকে বোকা বানায় সে আর বলে দীপা যদি মাঝরাতে মন্দিরে এসে পূজা করে তবেই সবটা ঠিক হয়ে যাবে। তান্ত্রিক ওরফে মিশকার কথায় বিশ্বাস করে দীপাকে সেখানে আসতে বলে রত্না। দীপাও সূর্যের মঙ্গলের জন্য মাঝরাতে পূজো দিতে যেতে রাজি হয়। তবে মন্দিরে পৌঁছেই দীপা বুঝতে পারে এই তান্ত্রিক আর কেউ নয় ছদ্মবেশে মিশকা। এরপরই মিশকার দিকে ত্রিশূল নিয়ে তেড়ে গিয়ে তাকে আঘাত করে দীপা। ত্রিশূলের আঘাতে কিছুই করতে পারেনা মিশকা।
গল্পে নতুন টুইস্ট! দত্ত বাড়ির সকলকে চমকে দিল ‘তারকাটা’ পর্ণা, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনো এমন কোন ভিডিও প্রকাশে আনা হয়নি বরং ইউটিউব এর একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। যদি সত্যিই এমনভাবে মিশকাকে শেষ করে সকলের সামনে সব সত্যিটা নিয়ে আসে দীপা তবে কেমন লাগবে দর্শকদের?
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি