Anurager Chhowa: ভাঙলো ধৈর্যের বাঁধ, মিশকাকে রামধোলাই দিল দীপা! প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র দুর্ধর্ষ পর্ব
স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে 'অনুরাগের ছোঁয়া' হলো অন্যতম

Anurager Chhowa: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে ‘অনুরাগের ছোঁয়া’ হলো অন্যতম। যদিও দর্শকদের মনে এখন কিছুটা ক্ষোভ জমেছে এই ধারাবাহিকের জন্য। সূর্য আর দীপা কবে এক হবে, সেটা দেখার জন্যই মরিয়া হয়ে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের দর্শকেরা। তবে দীপা হাজারো চেষ্টা করলেও, সূর্য কখনোই দীপাকে এবং তার দুই সন্তানকে মেনে নিতে চায়নি। বরং ভুল বুঝেছে বারংবার। মিশকাও নানারকম ছল-চাতুরী করে গেছে, দীপা আর সূর্যকে দূরে রাখার জন্য। তবে এবার দীপার চাপে পড়েই, সবটা নিজের মুখে স্বীকার করল মিশকা। সূর্যকেও ফিরিয়ে আনলো তার কাছে।
Anurager Chhowa- Star Jalsha
ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায়, সোনা আর রুপাকে নিয়ে সূর্য না জানিয়ে দূরে চলে যেতেই রীতিমতো ক্ষেপে উঠেছে দীপা! সে রুদ্রমূর্তি ধারণ করে উপস্থিত হয় মিশকার কাছে। সাথে নিয়ে যায় লাবণ্যর বন্দুকটাও। মিশকাকে রীতিমতো মারতে থাকে সে। দীপার চাপে পড়ে মিশকা রীতিমতো ভয় পেয়ে দীপার কাছে জানতে চায়, কেন সে এরকম করছে? কি চায় সে?
New Episode
সূর্যর চলে যাওয়ার কথা দীপা সবকিছুই খুলে বলে মিশকাকে। এরপর মিশকাকে ভয় দেখিয়ে বলে, সে যেন এই মুহূর্তে সূর্যকে ফোন করে বলে সোনা আর রুপা তারই সন্তান! মিশকাও ভয় পেয়ে যায় এবং সূর্যকে ফোন করে জানায়, সোনা এবং রুপার তারই সন্তান। সূর্য যেনো তাদেরকে নিয়ে ভালোভাবে বাড়িতে ফিরে আসে।
মা-বাবার সাথে থাকা হলো না সোনা রুপার! সূর্যর ভুল ভাঙ্গাতেই মৃত্যু শয্যায় দীপা!
নিজের পরম বন্ধু মিশকার কাছে এরূপ কথা শুনে সূর্য তো অবাক হয়ে যায়! তবে কি এবার সূর্য ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে দীপাকে? মিশকার জন্যই কি আবারো এক হয়ে যাবে সূর্য ও দীপা! ধারাবাহিকের আগামী পর্ব জানতে, দেখতে হবে ‘অনুরাগের ছোঁয়া’ স্টার জলসায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি