Anurager Chhowa: উল্টে গেল মিশকার চাল! সূর্য নয় মিশকার গর্ভে তবলার সন্তান, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
আবারও টিআরপি তালিকায় সেরার সেরা হয়ে উঠেছে এই ধারাবাহিক।

Anurager Chhowa: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় শীর্ষ স্থানে আছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। আবারও টিআরপি তালিকায় সেরার সেরা হয়ে উঠেছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে মোড় নিয়েছে তাতে বেজায় খুশি সকল দর্শক। এতদিন সূর্য ও দীপার এক হওয়ায় আশায় ছিল সকল দর্শক। সাম্প্রতিক পর্বে সেই ইচ্ছাই পূরণ হয়েছে দর্শকদের।
Anurager Chhowa
বিগত কয়েদিনের টেলিকাস্ট করা পর্বে দেখা গিয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছে দীপাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে সূর্য। নিজের দুই মেয়ের কথা ভেবে সূর্যের সঙ্গে সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে দীপা। কিন্তু সূর্যের কাছে এসে আবারো আগের মতো ফিরে যেতে চাইছে না। দীপার মানভাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে সূর্য। এরপর সকলের অনুরোধে দীপা সূর্যকে ক্ষমা করে আবারো কাছে টেনে নেয়। একে অপরকে সকলের সামনে জড়িয়ে ধরে তারা। কিন্তু মিশকা পণ করেছে সে কোনোভাবেই এক হতে দেবে না সূর্য ও দীপাকে। সূর্য ও দীপাকে আলাদা করতে নোংরা চক্রান্ত করে সে। নিজের সমস্ত সীমা পার করে ল্যাবরেটরীতে প্রিজার্ভ করে রাখা সূর্যের শুক্রাণু দিয়ে গর্ভবতী হওয়ার প্ল্যান করেছে সে।
গল্পে নয়া টুইস্ট! গিনির সামনে রূপের আসল চরিত্র ফাঁস করলো তার বাবা, প্রকাশ্যে ধামাকাধার পর্ব
Anurager Chhowa New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব, যেখানে দেখা যাবে সূর্য ও দীপাকে আবারও এক হতে দেখে সকলের সামনে মিশকা বলে সূর্য ও দীপা এক হতে পারবে না কারণ মিশকার গর্ভে রয়েছে সূর্যের সন্তান। যা শুনে চমকে যায় সকলে। সূর্য এই কথা অস্বীকার করলে সে জানায় ডিএনএ টেস্ট করে সে প্রমাণ করে দিতে পারে তার সন্তানের বাবা সূর্য। এদিকে তবলা মিশকার চালাকি ধরতে পেরে আগে থেকেই যে সূর্যর শুক্রাণুর নমুনা পাল্টে দিয়েছিল তা জানতে পারেনা মিশকা। এই ঘটনার পর দীপাকে কী পাশে পাবে সূর্য? নাকি আবারও ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে তাদের মধ্যে! অন্যদিকে মিশকা যখন জানতে পারবে বাচ্চার বাবা সূর্য নয় তবলা তখন সে কি করবে? কোন দিকে মোড় নেবে গল্প? জানতে দেখতে হবে অনুরাগের ছোঁয়া।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি