Anurager Chhowa: শেষ চালে বাজিমাত মিশকার! ডিএনএ টেস্টে প্রমাণিত হল মিশকার সন্তানের বাবা সূর্য, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব
সম্প্রচারের প্রথম দিন থেকেই এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে নিয়েছিল।

Anurager Chhowa: স্টার জলসার (Star Jalsha) সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। সম্প্রচারের প্রথম দিন থেকেই এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে নিয়েছিল। বর্তমানে এই ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকছে টানটান উত্তেজনা। যার কারণে একটি পর্বও মিস করতে নারাজ দর্শকবৃন্দ। নিত্য দর্শকরা সকলেই জানেন ডিএনএ টেস্ট করে সূর্য জানতে পেরেছে সোনা ও রূপা তারই দুই সন্তান। এরপরই দীপার কাছে ক্ষমা চেয়ে কাছে টেনে নেয় নেয়। সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনে তাকে। কিন্তু সূর্য ও দীপার এই ভালোবাসা সহ্য করতে পারেনা মিশকা। সূর্যর থেকে দীপাকে আলাদা করতে ল্যাবে স্টোর করে রাখা সূর্যের শুক্রাণু দিয়ে গর্ভবতী হয় সে এবং এই কথা সেনগুপ্ত বাড়ির সকলের সামনে জানিয়ে দেয় মিশকা। মিশকার কথা বিশ্বাস করতে পারেনা সূর্য। কিন্তু মিশকা জানিয়ে দেয় সে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ করে দেবে সে সূর্যের সন্তানের মা হতে চলেছে।
Anurager Chhowa Star Jalsha
ধারবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে মিশকার কিছু কুকীর্তি তবলার সাহায্য নিয়ে লাইভ টেলিকাস্ট করে জনসম্মুখে আনে দীপা। কিন্তু এরপরও মিশকা মনে মনে ভাবে ডিএনএ টেস্টের মাধ্যমে তো সে প্রমাণ করেই দেবে যে সূর্যই তার সন্তানের বাবা। অন্যদিকে দেখা যায় মিশকার বাড়িতে প্রমাণের খোঁজে নিজের দুই মেয়েকে নিয়ে পৌঁছে যায় দীপা। সেখানে তার দুই মেয়ে মিশকাকে নানা কাজে ব্যস্ত রাখলে তন্ন তন্ন করে গোটা বাড়ি খুঁজতে থাকে দীপা। শেষ পর্যন্ত তার মেয়েরা তাকে মিশকার ফোন এনে দিলে সেই ফোন এক ডাক্তারের মেসেজ দেখতে পায় দীপা যেখানে সে দেখে কোন এক ডাক্তার মিশকার কাছ থেকে টাকা নিতে আসছে। এই দেখেই সন্দেহ হয় দীপার। কিন্তু সেই সময় সূর্যের স্যার মিশকার বাড়িতে চলে আসায় সেখান থেকে চলে যায় দীপা। মিশকা স্যারকে নিজের দলে টেনে দীপার বিরুদ্ধে পুলিশের কাছে তার নামে অভিযোগ জানায়। এদিকে দীপা সেই ডাক্তারের চেম্বারে এলে তাকে দেখে বিপদ বুঝেই লুকিয়ে পরে ডাক্তার। যার কারণে কোনো প্রমাণ হাতে পায়না দীপা।
Anurager Chhowa New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে মিশকা দীপাকে অ্যারেস্ট করাতে পুলিশ নিয়ে হাজির হয়েছে সেনগুপ্ত বাড়িতে। পুলিশ জানায় দীপা মিশকার বাড়ি গিয়ে তাকে হেনস্থা করেছে। সেই সঙ্গে মিশকাও বলে দীপা চেয়েছিল যাতে তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তাদের কথায় সম্মতি জানায় স্যার। এইসব কথা শুনে রেগে গিয়ে দীপাকে উল্টো পাল্টা কথা শোনায় লাবণ্য। কাকাই বলে আজকে সূর্যর জন্যই মিশকার এই বাড়বাড়ন্ত। দীপা মন খারাপ করে ঘরে বসে থাকলে সূর্য জানায় এতদিন তারা লড়াই করেছে এইবারও করবে। পরের দিন সকালে ডিএনএ টেস্ট করাতে গেলে মিশকা তাদের দেখিয়ে দেখিয়ে অনেক কথা বলে। যা সহ্য করতে পারেনা সূর্য। মিশকা সূর্যকে জানিয়ে ডিএনএ টেস্টের রিপোর্টে কি আসবে।
উচিত শিক্ষা! নির্মম অত্যাচারের শিকার হয়ে পরাগকে অ্যারেস্ট করাল শিমুল, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
অন্যদিকে লাবণ্য জানায় সে মিশকার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে এসেছে। এরপরই রিপোর্ট ভুল আসবে এই চিন্তায় সকলেই যখন সেলিব্রেশন করতে থাকে ঠিক সেই সময়ই মিশকা ডাক্তারকে নিয়ে উপস্থিত হয় সেনগুপ্ত বাড়িতে। সূর্য ডাক্তার বাবুকে বারবার জিজ্ঞেস করলে জানিয়ে ডাক্তার জানিয়ে দেন মিশকার গর্ভের সন্তান ও সূর্যর ডিএনএ এক। এরপরই পায়ের তলা থেকে জমি সরে যায় সেখানে উপস্থিত সকলের। কেউ সূর্যকে আর বিশ্বাস করতে চায়না। সেই সময়ই মিডিয়ার লোকজন ঢুকে উল্টো পাল্টা প্রশ্ন করতে থাকে তাদের। সবাই জানিয়ে দেয় মিশকা যে মিথ্যা বলেনি তা এখন প্রমাণিত। তবে এইবার কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! আদৌ কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে সূর্য নাকি মিশকার ষড়যন্ত্রের শিকার হবে সে! জানতে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি