Aparajita Adhya: ‘হাই রামা ইয়ে কেয়া হুয়া’ বিখ্যাত গানের তালে দুর্দান্ত নাচলেন অপরাজিতা আঢ্য, ভাইরাল ভিডিওতে মুগ্ধ নেটপাড়া
বর্তমানে জি বাংলার 'ঘরে ঘরে জি বাংলা (Ghore Ghore Zee Bangla) রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে আছেন তিনি।

Aparajita Adhya: টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা এবং বিভিন্ন ওয়েব সিরিজে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। বিভিন্ন রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা হিসাবে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে জি বাংলার ‘ঘরে ঘরে জি বাংলা (Ghore Ghore Zee Bangla) রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে আছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাচের ক্লাসও চালান অভিনেত্রী।
Tolly Actress Aparajita Adhya
ইন্টারনেটের যুগে কমবেশি সকল সেলিব্রিটিই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। এই তালিকা থেকে বাদ পড়েন না অভিনেত্রী অপরাজিত আঢ্যও। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাঝেমধ্যেই নিজের ছবি বা ভিডিও আপলোড করতে দেখা যায় তাঁকে। অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পটু এই প্রবীণ অভিনেত্রী। নেটমাধ্যমে হামেশাই নিজের নাচের ভিডিও আপলোড করেন তিনি। যা নজর কাড়ে সকলের।
Aparajita Adhya Viral Dance Video
সম্প্রতি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেল থেকে নাচের ক্লাসের একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে অন্যান্য মেয়েদের সঙ্গে বিখ্যাত ‘তেরি অ্যায়সি আদা পে… গানে তাঁকে তাল মেলাতে দেখা গিয়েছে। গানের সঙ্গে তাঁর এক্সপ্রেশন এবং নাচের স্টেপে মুগ্ধ হয়েছেন সাইবারবাসী। তাঁর পরনে ছিল সাদা কালো প্রিন্টেড কুর্তি এবং লাল লেগিংস। ভিডিওটি আপলোড করার পরই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিওটিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর থেকে স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা (Jol Thoi Thoi Bhalobasa)। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। সেই সঙ্গে এই ধারাবাহিকে দেখা মিলবে টলিউড ইন্ডাস্ট্রির নামজাদা কলাকুশলীদের। আপাতত প্রিয় অভিনেত্রীকে আবারও টেলিপর্দায় দেখতে আগ্রহী সকল দর্শক।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি