
ATM Transaction: বর্তমান সময়কালে সর্বত্রই ডিজিটালাইজেশনের ছোঁয়া। ব্যাংকে গিয়ে আর্থিক লেনদেন খুব একটা আর দেখা যায় না। সকলেই নির্ভরশীল হয়ে পড়ছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ওপরে। এটিএমের মাধ্যমে অর্থের লেনদেন সম্ভব হচ্ছে। তবে এক্ষেত্রে বাড়ছে সাইবার ক্রাইমের মতো সমস্যা। নিজের এটিএম কার্ডটি সাবধানে ব্যবহার না করলে, ঘনিয়ে আসছে বিপদ। ঘটছে অর্থ তছরূপের মতো ঘটনা। তাই কিভাবে এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন নির্ভরযোগ্যতার সাথে বহাল রাখবেন, তা জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
10 Rules to Keep Your ATM Transaction Safe and Secure
যে এটিএম কার্ডটিতে লেনদেন করবেন, তার নাম্বারটি অবশ্যই ব্যাংকের খাতায় তুলে রাখুন।
কোনও কারণে কার্ড হারিয়ে গেলে তা তৎক্ষণাৎ ব্লক করে দিন।
এটিএম কার্ডের পিন যেখানে লেখা আছে, তার সাথে কখনোই এটিএম কভার রাখবেন না।
শপিং মল বা অজানা কোনও দোকানে কিংবা কোন ছোটখাটো স্টলে রাখা পিওএস মেশিনে কার্ডের দ্বারা আর্থিক লেনদেন করবেন না।
এটিএমে লেনদেন করার সময় সবুজ আলো আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর কার্ড প্রদানের জায়গাটিতে কার্ডটি রাখুন।
হোটেল বা রেঁস্তোরাতে গেলে অনলাইন লেনদেনের জন্য অবশ্যই আপনার সামনেই সোয়াইপ করতে দিন।
এটিএমের পিন টাইপ করার সময় যথাযথভাবে কিপ্যাড আড়াল করে, তবেই তা টাইপ করুন।
ঘরে বসেই প্রতিমাসে উপার্জন করুন ৭০ হাজার টাকা, আজই শুরু করুন এই ব্যবসা
এটিএম মেশিনের লেনদেন হয়ে যাওয়ার পরে যে স্লিপটি দেবে, তা কখনোই সেখানে রাখা ডাস্টবিনে ফেলবেন না।
এটিএম মেশিন থেকে টাকা তোলার সময়, অজানা অচেনা ব্যক্তিদের ভিতরে ঢুকাবেন না।
নির্দিষ্ট সময় পর পর এটিএমরম পিন পরিবর্তন করবেন। এতে অর্থ তছরূপের মতো ঘটনা আর ঘটবে না।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি