Banana Cultivation: একটি কলা থেকে কলাগাছ তৈরি করুন সহজ পদ্ধতিতে, জানুন বিস্তারিত
বাড়ির ফাঁকা জায়গা ছাদ কিংবা ব্যালকনিতে অনেক মানুষকেই নানা ধরনের ফল-ফুলের গাছ লাগাতে দেখা যায়।

Banana Cultivation: বর্তমানে গাছ লাগানোর প্রতি সকল মানুষই বেশ আগ্রহী হয়ে উঠেছেন। বাড়ির ফাঁকা জায়গা ছাদ কিংবা ব্যালকনিতে অনেক মানুষকেই নানা ধরনের ফল-ফুলের গাছ লাগাতে দেখা যায়। এর মধ্যে কলা অন্যতম। অনেক মানুষের বাড়িতেই কলা গাছ দেখতে পাওয়া যায়। অনেকেই কলার চারা কিনে এনে বাড়িতে রোপণ করে থাকেন। তবে নার্সারি বা বিভিন্ন দোকান থেকে চারা কিনে এনে গাছ বসালে অনেক সময় এতে ফলন ভালো হয় না। এইক্ষেত্রে কলা থেকেই তৈরি করা যাবে কলা গাছ। তার জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। আজকের প্রতিবেদনে সেই পদ্ধতিগুলি সম্পর্কে বিশদে আলোচনা করা হলো।
How To Grow Banana Tree From Banana
পদ্ধতি:
প্রথমে অনেকগুলি কলার মধ্যে থেকে একটি কলা নিয়ে নিতে হবে। এরপর আগে থেকে মজুত করে রাখা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে জল দিয়ে পেঁয়াজের খোসাগুলি তার মধ্যে দিয়ে পাত্রের ঢাকনা বন্ধ করে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর ঢাকনা খুলে কিছুক্ষণ পেঁয়াজের খোসা ভেজানো জল ঠান্ডা করে নিতে হবে।
অন্যদিকে একটি অ্যালোভেরার পাতা নিয়ে কয়েক টুকরো করে পাতাটিকে কেটে একটু পাত্রে রাখতে হবে এবং একটি পেঁয়াজকেও একইভাবে সরু সরু করে কেটে অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর মাটির মধ্যে অ্যালোভেরা ও পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
এরপর যে কলাটিকে নির্বাচন করা হয়েছে তার উপরের অংশ থেকে সামান্য কেটে নিয়ে পেঁয়াজের খোসার রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। খানিক বাদে সেই অংশটিতে ভালো করে অ্যালোভেরা লাগিয়ে পেঁয়াজ ও অ্যালোভেরা মিশ্রিত মাটির মধ্যে বসিয়ে দিয়ে উপর থেকে জল দিতে হবে। এরপর কলাটিকে একটি প্লাস্টিকের সাহায্যে মুড়ে রেখে দিতে হবে। তবে প্রতিদিন জল দিতে ভুললে চলবে না।
পোষ্যের সঙ্গে অনাবিল আনন্দে মেতেছে ছোট্ট শিশু, ভাইরাল কিউট ভিডিও
এইভাবে ২৫ দিন রাখার পর প্লাস্টিক খুলে দিতে হবে। এই পর্যায়ে দেখা যাবে কলার যে অংশটি মাটির মধ্যে ছিল সেই অংশ থেকে শিকড় বের হতে শুরু করেছে। খুব সাবধানে মাটি থেকে শিকড়টিকে বার করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর শিকড়যুক্ত কলাটিকে অন্য একটি টবে অর্ধেক মাটি, অর্ধেক বালি, কয়েকটি অ্যালোভেরার টুকরো দিয়ে মাটি প্রস্তুত করে মাটির মধ্যে পুঁতে দিতে হবে এবং জল প্রয়োগ করতে হবে। ৪০ দিনের মধ্যে দেখা যাবে কলা গাছটি বেশ বড় হয়েছে এবং পাতাগুলিও বেশ বড় হয়েছে এবং তিন মাসের মধ্যে দেখা যাবে সেটি একটি পরিণত গাছে রূপান্তরিত হয়েছে।
Banana Cultivation Method
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি