Bank Holiday: জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! ছুটির লিস্ট দেখে ঝটপট জরুরি কাজ সেরে রাখুন
আপনার হাতে যদি ব্যাংকের বেশ কিছু কাজ থেকে থাকে, তাহলে তা তাড়াতাড়ি মিটিয়ে নিন কারণ পরবর্তী মাসে প্রায় ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক।

Bank Holiday: জুন মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে সব ব্যাংক, দরকারি কাজ করে রাখুন আগেভাগে
আপনার হাতে যদি ব্যাংকের বেশ কিছু কাজ থেকে থাকে, তাহলে তা তাড়াতাড়ি মিটিয়ে নিন কারণ পরবর্তী মাসে প্রায় ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক। যাবতীয় লেনদেন সেই সময় আর হবে না। জানা গেছে ৬ টি সাপ্তাহিক ছুটির পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু ছুটি (Bank Holiday)।
এক নজরে
কোন কোন দিন ব্যাংক বন্ধ (Bank Holiday) থাকবে এবং কি কারণে?
৮ই জুন: রবিবার তাই ব্যাংক বন্ধ থাকবে ঐদিন।
১০ জুন: দ্বিতীয় শনিবার সেক্ষেত্রে ছুটি থাকবে সব ব্যাংক।
১১ জুন: রবিবার সেক্ষেত্রেও ব্যাংক ছুটি।
১৫ জুন: বৃহস্পতিবার ওড়িশার ও মিজোরামের সব ব্যাংক বন্ধ থাকবে কারণ রাজা সংক্রান্তি।
১৮ই জুন: রবিবার ব্যাংক বন্ধ থাকবে।
২০ শে জুন: বৃহস্পতিবার রথযাত্রা, তাই ওড়িশার ব্যাংক বন্ধ থাকবে।
২৬ শে জুন: চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকবে।
২৫ শে জুন: আবারও রবিবার ব্যাংক বন্ধ থাকবে।
২৬ শে জুন: ত্রিপুরাতে ব্যাংক বন্ধ থাকবে কারণ খার্চি পূজা।
২৮ শে জুন: মঙ্গলবার মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর, কেরালাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ শে জুন: ঈদ তাই পুরো দেশের সব ব্যাংকই ছুটি।
৩০ শে জুন: বেশ কিছু জায়গায় ব্যাংক বন্ধ থাকবে।
তবে গ্রাহকদের জন্য বলে দেওয়া ভালো, এই দিনগুলিতে অনলাইন পরিষেবা চালু থাকবে। এছাড়া নিকটবর্তী এটিএমে (ATM) গিয়েও টাকা তোলা-জমার কাজ করতে পারে গ্রাহকরা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে