খবর

Bank Holidays: সেপ্টেম্বরে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! হয়রানি এড়াতে দেখে নিন ছুটির তালিকা 

ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। 

Advertisements

Bank Holidays Month Of September: প্রত্যেক মাসেই ব্যাঙ্কে বেশ অনেকগুলি ছুটি থাকে। অনেকসময়ই এই সমস্ত ছুটিগুলি সম্পর্কে অবগত না থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। টাকা তোলা বা লেনদেন সংক্রান্ত কাজগুলি বর্তমানে ডিজিটালি করা গেলেও এমন কিছু কাজ থাকে যার জন্য ব্যাঙ্কের দ্বারস্থ হতে হয়। তাই ছুটির তালিকা জানা আবশ্যিক। ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

Bank Holidays

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দুর্গা পুজোর আগের মাসে এত কম সময়ে সব কাজ কীভাবে করবেন সেই নিয়ে ইতিমধ্যে চিন্তায় পড়েছেন মানুষ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ৪ টি রবিবার এবং নিয়মানুযায়ী মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলিয়ে মোট ৬টি ছুটি থাকবে। এছাড়াও বিভিন্ন উৎসব বা বিশেষ দিন উপলক্ষে থাকবে আরও ১২ টি ছুটি। শনি ও রবিবারের ছুটিতে গোটা দেশের ব্যাংক বন্ধ থাকলেও বাকি ১২ টি ছুটি বিভিন্ন রাজ্যের উৎসব অনুষ্ঠানের ভিত্তিতে দেওয়া হবে। এই ১২ টি ছুটি পুরো দেশের জন্য প্রযোজ্য নয়। দেখে নেওয়া যাক কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে :

Advertisements

ব্যাঙ্ক লকারে আপনার জিনিস কতটা নিরাপদ? লকারের জন্য কত টাকা লাগে?

RBI has released the list of bank holidays Of September:

Bank Holidays

  • ৩রা সেপ্টেম্বর: রবিবার (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ)
  • ৬ই সেপ্টেম্বর (বুধবার): জন্মাষ্টমী উপলক্ষে প্রায় গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে
  • ৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার): জন্মাষ্টমীর দ্বিতীয় দিন এদিনও দেশের বহু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৯ই সেপ্টেম্বর: দ্বিতীয় শনিবার নিয়মানুযায়ী সারাদেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১০ই সেপ্টেম্বর: রবিবার (গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ)
  • ১৭ই সেপ্টেম্বর: রবিবার (দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ)
  • ১৮ই সেপ্টেম্বর (সোমবার): গণেশ চতুর্থী উপলক্ষে দেশের বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৯শে সেপ্টেম্বর (মঙ্গলবার): গণেশ চতুর্থী (মূলত মহারাষ্ট্র, কর্নাটকের মতো কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
  • ২০শে সেপ্টেম্বর (বুধবার): গণেশ চতুর্থী ( মূলত মহারাষ্ট্র, কর্নাটকের মতো কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
  • ২২শে সেপ্টেম্বর (শুক্রবার): নারায়ণ গুরু জয়ন্তী
  • ২৩শে সেপ্টেম্বর: চতুর্থ শনিবার (দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে) এছাড়াও এই দিনে মহারাজা হরি সিং-এর জন্ম দিবস। ফলে কাশ্মীরে ব্যাংক বন্ধ থাকবে।
  • ২৪শে সেপ্টেম্বর: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে)
  • ২৫ শে সেপ্টেম্বর (সোমবার): শঙ্করদেবের জন্মোৎসব
  • ২৭শে সেপ্টেম্বর (বুধবার): ইদ-ই-মিলাদ (পয়গম্বর হযরত মহম্মদ -সাঃ-এর জন্ম দিবস)
  • ২৮শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার): ইদ-ই-মিলাদ (পয়গম্বর হযরত মহম্মদের জন্ম দিবস)
  • ২৯শে সেপ্টেম্বর (শুক্রবার): ইদ-ই-মিলাদ-উল-নবি

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles