Bank Holidays Of November: নভেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন, জেনে নিন ছুটির তালিকা
টাকা তোলা বা লেনদেন সংক্রান্ত কাজগুলি বর্তমানে ডিজিটালি করা গেলেও এমন কিছু কাজ থাকে যার জন্য ব্যাঙ্কের দ্বারস্থ হতে হয়। তাই ছুটির তালিকা জানা আবশ্যিক।

RBI has released the list of bank holidays Of November:
প্রত্যেক মাসেই বিভিন্ন কারণে ব্যাঙ্কে বেশ অনেকগুলি ছুটি থাকে। অনেকসময়ই এই সকল ছুটি সম্পর্কে ধারণা না থাকার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। টাকা তোলা বা লেনদেন সংক্রান্ত কাজগুলি বর্তমানে ডিজিটালি করা গেলেও এমন কিছু কাজ থাকে যার জন্য ব্যাঙ্কের দ্বারস্থ হতে হয়। তাই ছুটির তালিকা জানা আবশ্যিক। ইতিমধ্যে নভেম্বর মাসের ছুটির তালিকা প্রকাশ করছে আরবিআই (RBI)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নভেম্বরের ছুটির অফিসিয়াল তালিকায় বলা হয়েছে যে নভেম্বর মাসেও বিভিন্ন উৎসব এবং জাতীয় অনুষ্ঠানের জন্য দেশব্যাপী বিভিন্ন রাজ্যে নির্দিষ্ট দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। যার দ্বারা টাকাপয়সা লেনদেন, ব্যালেন্স চেক সবই করা যাবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ছুটির ক্যালেন্ডার তালিকা অনুসারে নভেম্বর মাসে মোট ১৫ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। RBI -এর নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট রাজ্যের উৎসবের উপর নির্ভর করে শুধুমাত্র সেই রাজ্যগুলোতেই ছুটি দেওয়া হবে। এই আঞ্চলিক ছুটির দিন ছাড়াও, রাজ্য ও কেন্দ্র সরকারের ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনগুলিতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১লা নভেম্বর (বুধবার)- কন্নড় রাজ্যোৎসব/ করবা চৌথ উপলক্ষ্যে মাসের প্রথম দিন কর্নাটক, মণিপুর, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০ই নভেম্বর (শুক্রবার)- ওয়াঙ্গলা ফেস্টিভ্যাল (Wangala Festival): এদিন মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ই নভেম্বর (সোমবার)- গোবর্ধন পুজো/ লক্ষ্মীপুজো/ দীপাবলি উপলক্ষ্যে ওইদিন ত্রিপুরা, উত্তরাখণ্ড, সিকিম, মণিপুর, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ই নভেম্বর (মঙ্গলবার)- দীপাবলি (বালিপ্রতিপদ)/ লক্ষ্মীপুজো উপলক্ষ্যে গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক এবং সিকিমে ব্যাঙ্কে ছুটি থাকতে চলেছে।
১৫ই নভেম্বর (বুধবার)- এই দিনে ভাতৃদ্বিতীয়া, চিত্রগুপ্ত জয়ন্তী, লক্ষ্মীপুজো, নিঙ্গল চক্কৌবা উপলক্ষ্যে সিকিম, বাংলা, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুরে ব্যাঙ্কে ছুটি থাকবে।
২০শে নভেম্বর (সোমবার)- ছট পূজো উপলক্ষ্যে বিহার এবং রাজস্থানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩শে নভেম্বর (মঙ্গলবার)- এইদিন উত্তরাখণ্ড এবং সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এটিএমে এবার থেকে করুন কার্ডবিহীন লেনদেন ইউপিআই-এটিএমের মাধ্যমে! জানুন বিস্তারিত
২৭শে নভেম্বর (সোমবার)- গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা, রাস পূর্ণিমা উপলক্ষ্যে ওইদিন ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, রাজস্থান, জম্মু, উত্তরপ্রদেশ, বাংলা, মহারাষ্ট্র, নয়াদিল্লি, বিহার, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩০শে নভেম্বর (বৃহস্পতিবার)- কনকদাস জয়ন্তী উপলক্ষ্যে কর্নাটকে ব্যাঙ্কে ছুটি থাকবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি