Bank Locker Rules: ভুলেও ব্যাংক লকারে রাখবেন না এই সকল জিনিস! হতে পারে জরিমানা, জানুন বিস্তারিত
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে সকল ব্যাঙ্ককে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত লকার হোল্ডারকে চুক্তির আওতায় আনতে বলা হয়েছে।

Bank Locker Rules: প্রায় সকলেই নিজেদের কিছু মূল্যবান সম্পদ সঞ্চিত এবং নিরাপদে রাখার জন্য ব্যাংকের লকার ব্যবহার করেন। ব্যাংকের লকার থাকার সুবিধাও অনেক এবং লকারে সঞ্চিত জিনিস সুরক্ষিতও থাকে। কিন্তু ব্যাংকের এই লকারে যা খুশি রাখা যায়না। ব্যাংকের লকারে কী কী রাখা যাবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। এর বাইরে কোনো জিনিস রাখলে ব্যাক্তির জরিমানা পর্যন্ত হতে পারে।
যদিও ব্যাংকের লকার প্রত্যেক গ্রাহক ব্যবহার করতে পারেন না। লকার নিতে চাইলে ব্যাঙ্কের সঙ্গে গ্রাহককে চুক্তিবদ্ধ হতে হবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে সকল ব্যাঙ্ককে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত লকার হোল্ডারকে চুক্তির আওতায় আনতে বলা হয়েছে। আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক কী কী রাখা যায় না ব্যাংকের লকারে।
What can be kept in the bank locker?
কী কী রাখা যাবে ব্যাঙ্ক লকারে?
ব্যাঙ্কের লকারে সাধারণত সেই সব জিনিসই রাখা উচিত যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সকল সম্পদের নিরাপত্তা প্রয়োজন। যেমন গুরুত্বপূর্ণ নথি, সোনা বা হিরের গয়না এবং অন্যান্য জিনিস। এই কারণে লকারকে সেফ ডিপোজিট লকারও বলা হয়ে থাকে।
১লা নভেম্বর থেকে নিয়ম পরিবর্তন একাধিক ক্ষেত্রে, জানুন কী প্রভাব পড়তে চলেছে
Things You Can’t Keep In Bank Locker
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে ব্যাঙ্ক লকার শুধুমাত্র বৈধ উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে। তবে গয়না, নথিপত্রের মতো মূল্যবান জিনিসপত্র এতে রাখা গেলেও নগদ অর্থ বা মুদ্রা লকারে রাখা যায় না। এসবিআই-এর ওয়েবসাইট অনুসারে নগদ অর্থ বা মুদ্রার পাশাপাশি অস্ত্র, বিস্ফোরক বা কোনো প্রকার মাদক দ্রব্য ব্যাঙ্ক লকারে রাখা যায় না। তা আইন বিরুদ্ধ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়মে স্পষ্ট উল্লেখ আছে, ব্যাঙ্ক বা তার গ্রাহকের কাছে হুমকি হতে পারে এমন কোনও জিনিস বা উপাদানই ব্যাঙ্ক লকারে রাখা যাবে না।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে লকারের ক্ষেত্রে যে নতুন নিয়ম চালু করা হয়েছে সেই অনুযায়ী, ব্যাঙ্কের গাফিলতির কারণে লকারে রাখা কোনও জিনিস নষ্ট হলে ব্যাঙ্ক দায়ী থাকবে। সেই ক্ষেত্রে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাও ব্যাঙ্কের দায়িত্ব।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি