Bay leaf vastu tips: ঘরে সাতটি তেজপাতা পোড়ালেই ঘটবে অলৌকিক কান্ড!
যে কোনো রান্নাতেই স্বাদ ও গন্ধ বৃদ্ধি করতে তেজপাতা ব্যবহৃত হয়ে থাকে।

Bay Leaf vastu Tips: রান্নাঘরের একটি অতি প্রয়োজনীয় সামগ্রী হলো তেজপাতা (Bay Leaf)। যে কোনো রান্নাতেই স্বাদ ও গন্ধ বৃদ্ধি করতে তেজপাতা ব্যবহৃত হয়ে থাকে। প্রাচীন কাল থেকেই ভেষজ গুণ সম্পন্ন এই পাতায় অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-নিউরালজিক বৈশিষ্ট্য থাকায় বহু ধরনের রোগভোগ থেকে মুক্তি দিতে পারে এই তেজপাতা। এছাড়াও প্রাচীন ভারতীয় অ্যারোমা থেরাপি অনুসারে তেজপাতার সুগন্ধ যে কোনো মানুষের শরীর ও মনে এক ইতিবাচক প্রভাব এনে দেয়। যে কোনো প্রকার মানসিক অবসাদ, উদ্বেগ ও চাপ থেকে মুক্তি পেতে বহু প্রাচীন থেকে তেজপাতার ব্যবহার করা হয়ে থাকে। গোটা তেজপাতার পাশাপাশি তেজপাতা পোড়ার গন্ধও ভীষণ উপকারী। জেনে নিন তেজপাতা পোড়া গন্ধের উপকারিতা সম্পর্কে।
Bay Leaf Vastu Tips
নেগেটিভ শক্তি দূর করতে:
একটি পাত্রে পাঁচ থেকে সাতটি তেজপাতা নিয়ে পুড়িয়ে সেই গন্ধ সারা ঘরে ছড়িয়ে দিলে তেজপাতার গন্ধে জীবাণু থেকে শুরু করে ঘরে থাকা নেগেটিভ শক্তি দূর হবে।
ক্লান্তি, ব্যথা বা ভাইরাল ইনফেকশন থেকে মুক্তি দিতে:
শারীরিক ক্লান্তি, গাটের ব্যথা, ভাইরাল ইনফেকশন থেকে মুক্তি দিতে পারে এই তেজপাতা পোড়ার গন্ধ। অন্যদিকে তেজপাতার এই বিশেষ সুগন্ধ স্নায়ুতন্ত্রেও বিশেষ প্রভাব ফেলতে সক্ষম।
নজর কাটাতে লেবু- লঙ্কা কেনো ব্যবহার হয়? জেনে নিন এর আসল কারণ
মন শান্ত করতে:
তেজপাতার গন্ধ উত্তেজনা প্রশমন করার সঙ্গে সঙ্গে মনকে শান্ত করে। এর ফলে মানসিক শান্তি ফিরে আসে। ধ্যান বা যোগব্যায়ামের সময় অনেকেই এই জন্য তেজপাতা পোড়া ধোঁয়া ব্যবহার করে থাকেন।
স্বাস্থ্য ভালো রাখতে:
বিশেষজ্ঞদের মতে তেজপাতার মধ্যে রয়েছে পিনেলে ও সাইন লিওন নামক দুটি উপাদান। এছাড়াও রয়েছে পদার্থ। পাশাপাশি জীবাণুনাশক ডিওরেটিক, সিডেটিভ বা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তাই সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো রাখতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও তেজপাতার গন্ধ বিশেষ উপকারী।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি