
Viral Dance Video: দাদার বিয়েতে বোনের আনন্দ যে চরম পর্যায় থাকবে, তা বলা বাহুল্য। সোশ্যাল মিডিয়ার পাতায় এরকমই এক বোনের আনন্দ প্রকাশ পেয়েছে তার দাদার বিয়েতে। সেই ভিডিও সকলকে চমকপ্রতো করে তুলেছে। ২০০২ সালে জনপ্রিয় সিনেমা ‘মেরে ইয়ার কি শাদি’র জনপ্রিয় গান শারারাতে দুর্দান্ত নাচ করলো বিবাহ বাসরে এক বরের বোন। যা সকলের মন জয় করে নিয়েছে। আশা ভোঁসলে এবং জাভেদ আখতারের কন্ঠে ওই গানটি এমনিতেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বিভিন্ন অনুষ্ঠানে এবং পার্টিতে আজও সকলকে মাতিয়ে রাখে এই গান। তার উদাহরণ আরও একবার পাওয়া গেল।
Groom’s Sister in Sharee Dances to Sharara
ভাইরাল (Viral Dance video) হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, এক যুবতী যে আসলে বরের বোন সে একটি কালো শাড়ি পরেছে। এরপর ওই জনপ্রিয় গানটিতে অভিনয়ের পাশাপাশি নাচও করতে শুরু করেছে। গানের সাথে তার নাচ এত সুন্দর ভাবে মিলে গেছে যে, অতিথীরা পর্যন্ত তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে। এই ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে মুহূর্তের মধ্যে। বরের বোন যে এভাবে আসর মাতিয়ে দেবে তা, হয়তো কেউই বুঝতে পারেনি! ইতিমধ্যেই প্রায় ৮ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছে এবং অনেকে অনেক রকম মন্তব্য করেছে, শেয়ারও করেছে।
Viral Dance Video On Social Media
কেউ লিখেছে, ‘কবে যে আমার ভাইয়ের বিয়ে হবে আর এইভাবে নাচবো, তার জন্য অপেক্ষা করছি’! আবার কেউ লিখেছে, ‘বাহ্’ । একজন লিখেছে, ‘ওএমজি’, পেন্সিল হিল পরে সেই নাচ দেখলাম’! আবার একজন লিখেছে, ‘অসাধারণ আমি ভিডিওটি পাঁচবার দেখলাম’।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি