ফাইনান্স

FD Rate: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের কথা ভাবছেন? তার আগে অবশ্যই জেনে নিন এই ছটি সমস্যার কথা

সাধারণ মানুষের সঞ্চয়ের কথা বললে প্রথমেই ওঠে, স্থায়ী আমানত বা এফডির (Fixed Deposit) প্রসঙ্গ

Advertisement
Advertisements

FD Rate : বর্তমানে আমরা সকলেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত কারণ সাম্প্রতিক মুদ্রাস্ফীতির বাজারে টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অন্যদিকে আমরা সকলেই নিজেদের সারা জীবনের উপার্জিত অর্থ যাতে সুরক্ষিত থাকে সেদিকে নজর দিয়ে থাকি। তাই সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ আর্থিক সুরক্ষা দিতে পারে না। সাধারণ মানুষের সঞ্চয়ের কথা বললে প্রথমেই ওঠে, স্থায়ী আমানত বা FD (Fixed Deposit) এর প্রসঙ্গ।

FD
সকলেই স্থায়ী আমানতের সাথে কমবেশী পরিচিত। বেশিরভাগ মধ্যবিত্ত সাধারণ মানুষ নিজের সারা জীবনের উপার্জিত অর্থ, কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠানে জমা করে এফডির মাধ্যমে। তবে একটা সময়ের পড়ে মোটা অংক রিটার্ন পেলেও, এর বেশ কিছু অসুবিধাও রয়েছে।

ফিক্সড ডিপোজিটে (FD)-তে বিনিয়োগ :

FD
টিডিএস- টিডিএস সাধারণত এক ধরনের কর। যা কেন্দ্র সরকারের আয়কর দফতরের পক্ষ থেকে কেটে নেওয়া হয়। আপনার স্থায়ী আমানতের সুদের হারের ওপর থেকে। যার ফলে আপনার রিটার্ন অনেকটাই কমে যায়।

ফিক্সড ডিপোজিটে (FD)-তে বিনিয়োগের 6টি সমস্যা:

FD

মেয়াদ শেষ হওয়ার আগে টাকা না পাওয়া- সাধারণত মেয়াদ শেষ হওয়ার আগে কোনো ভাবেই আপনি আপনার স্থায়ী আমানতের টাকা ভাঙতে পারবেন না। যে কোনো বিপদে এক সুবিধা দেয় না ব্যাঙ্ক। তবে যদি জরুরি অবস্থায় টাকা তুলতে হয়, তাহলে সুদের পরিমাণ সেই অর্থে মেলে না।

আরো পড়ুন৪৫ টাকা বিনিয়োগ করে হয়ে যান ২৫ লাখ টাকার মালিক! LIC নিয়ে এলো ধামাকাদার স্কিম

কম সুদ- বীমা কোম্পানি কিংবা মিউচ্যুয়াল ফান্ডের তুলনায় ব্যাঙ্কে সুদের পরিমাণ অনেকটাই কম। সেক্ষেত্রে আপনাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। তাছাড়া আপনি একটি নির্দিষ্ট পরিমাণে সুদ পাবেন।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles