Bengali Language: ইংরেজি মাধ্যম স্কুলে বাধ্যতামূলক ভাবে পড়াতে হবে বাংলা! সিদ্ধান্ত মন্ত্রিসভার
দ্বিতীয় ভাষা (2nd Language) হিসেবে রাজ্যের সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানো হবে বাংলা ভাষা।

Bengali Language: শিক্ষানীতি তে নয়া নিয়ম আনল পশ্চিমবঙ্গ সরকার।এবার শুধু বাংলা মাধ্যম স্কুলেই ইংরেজি শিক্ষা না, পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলেতেও বাধ্যতামূলক বাংলা! দ্বিতীয় ভাষা (2nd Language) হিসেবে রাজ্যের সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানো হবে বাংলা ভাষা। পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থায় এক বড় বদল এনেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার দ্বারা এই নয়া শিক্ষা নীতি অনুমোদন করা হয়েছে।
West Bengal to Make Bengali Mandatory as 2nd Language in English Medium Schools
প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা এই দুই ভাগে এইবার থেকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা হবে। প্রথম ভাষা হিসেবে থাকবে ইংরেজি এবং দ্বিতীয় ভাষা হিসেবে থাকবে বাংলা। তবে এখানেই শেষ নয় তৃতীয় ভাষা হিসেবে আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়া হবে। সেই আঞ্চলিক ভাষা সাঁওতালি, হিন্দি যা খুশি হতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে, স্বাস্থ্য কমিশনের ধাঁচেই তৈরি করা হচ্ছে এই বছরের শিক্ষা কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে তৈরি হবে এই কমিশন। রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রণ করা হবে বাংলার সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলগুলিকে।
English Medium School of Bengal
এর আগেও বহুবার দাবি করা হয়েছে, রাজ্যের সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা বাধ্যতামূলক করা হোক। এর পাশাপাশি বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা শিক্ষক নিয়োগেরও দাবি করা হয়েছিল। কার্যত সেই দাবিতেই সাড়া দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্য পুলিশের ১৩০ টি শূন্যপদে নিয়োগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে মন্ত্রিসভার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়া এই নয়া কমিশনের মাধ্যমে আরো জানানো হয়েছে যে, করোনাকালীন পরিস্থিতিতে বিভিন্ন বেসরকারি স্কুলে অত্যাধিক টিউশন ফি নেওয়া সহ একাধিক অভিযোগ এসেছিল। সেই সব বিষয়ও খতিয়ে দেখবেন এই কমিশন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি