লাইফস্টাইলখবর

Affordable School: কম খরচে সন্তানকে ভর্তি করুন সেরা স্কুলে, রইল কলকাতার ৯ টি বিশেষ স্কুলের ঠিকানা

অনেক সময় এই সেরা স্কুলটির অধিক পরিমাণ বেতন, বাঁধা হয়ে দাঁড়ায় অভিভাবকদের ক্ষেত্রে।

Advertisements

Affordable School: শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান নামিদামি স্কুল, কলেজ। এর মধ্যে অভিভাবকরা সর্বদাই নিজের সন্তানের জন্য সেরা সেরা স্কুলটি (Affordable School) বেছে নেয়। তবে অনেক সময় এই সেরা স্কুলটির অধিক পরিমাণ বেতন, বাঁধা হয়ে দাঁড়ায় অভিভাবকদের ক্ষেত্রে। তবে কলকাতায় এমন বেশ কিছু প্রথম সারির স্কুল রয়েছে, যেখানে কম খরচে পড়াশোনা করতে পারবে যে কেউ। তাহলে আর দেরি না করে দেখে নিন, এরকম ৯ টি সেরা স্কুলের সন্ধান।

9 Best Affordable School of Kolkata

লা মার্টিনিয়ার ফর বয়েজ

Advertisements

Best Affordable School of Kolkata

কলকাতার একেবারেই উচ্চমানের প্রথম সারির স্কুল হল এই লা মার্টিনিয়ার। যেখানে অত্যন্ত কম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে পড়াশোনা করতে পারে যে কোন পড়ুয়া।

Advertisements

লরেটো হাউস

Best Affordable School of Kolkata

উন্নতমানের শিক্ষাদানে লরেটো হাউস রয়েছে সর্বাগ্রে। যেখানে অত্যন্ত কম খরচে পড়াতে পারেন সন্তানদের।

সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট:

Best School of Kolkata

সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল উন্নতমানের পড়াশোনা তবে খরচ কম, এমন স্কুলের সন্ধান করতে চাইলে এই সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল হল অন্যতম।

মর্ডান হাই স্কুল ফর গার্লস

Best School of Kolkata

মেয়েদের পড়াশোনা করার সেরা ঠিকানা হল এই মডার্ন হাই স্কুল। যেখানে অত্যন্ত কম খরচে অত্যাধুনিক শিক্ষাদান করা হয়।

সাউথ পয়েন্ট হাই স্কুল

Best School of Kolkata

কলকাতার বুকে সেরা স্কুলের তালিকায় রয়েছে সাউথ পয়েন্ট। যেখানে অত্যন্ত কম খরচে ভালো মানের শিক্ষা প্রদান করা হয়।

ডন বসকো স্কুল, পার্ক সার্কাস

Best School of Kolkata

অত্যন্ত ভালো শিক্ষাদানের পদ্ধতি সাথে নিয়মানুবর্তিতা, এই সব কিছুই অত্যন্ত কম খরচে পাওয়া যাবে এই স্কুলে।

প্র্যাট মেমোরিয়াল স্কুল

Best School of Kolkata

কম খরচায় সন্তানদের ভালো ভবিষ্যৎ উপহার দিতে চাইলে এই স্কুলটি হল অন্যতম।

ভারতের এই ৫টি স্কুল বিশ্বের সেরা ১০-এ, তালিকায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান

বিরলা হাই স্কুল

Best School of Kolkata

অত্যন্ত উন্নত মানের পড়াশোনার কাঠামোর পাশাপাশি কম খরচে সন্তানদের ভবিষ্যৎ গড়তে চাইলে, এই স্কুলটি হল সেরা।

ক্যালকাটা গার্লস হাই স্কুল

Best School of Kolkata
নিজের কন্যা সন্তানকে কম খরচে ভালো মাত্রায় শিক্ষা প্রদান করতে গেলে এই স্কুলটি বেশ ভালো।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles