খবর

Best Graduation Course Idea: উচ্চ মাধ্যমিকের পর ভবিষ্যতের চিন্তা! রইল সেরা কেরিয়ারের সন্ধান

ইতিমধ্যেই চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

Advertisement
Advertisements

Graduation Course Idea: উচ্চ মাধ্যমিক পাশের পর কি পড়বেন এই নিয়ে চিন্তা? দেখে নিন কিছু টপ কলেজ থেকে টপ কোর্স

ইতিমধ্যেই চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লাখ লাখ পড়ুয়া এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদের ক্যারিয়ারের দিকে এগিয়ে যায়। সে ক্ষেত্রে শুরু হয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা। অনেক সংশয়ও থেকে যায় একইভাবে। কি পড়লে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, সেই চিন্তাও থাকে পড়ুয়া ও অভিভাবকদের মাথায়। তাই আজকের এই প্রতিবেদনে পেয়ে যাবেন কিছু বিশেষ কোর্স এবং ভালো ক্যাম্পাসের হদিশ (Graduation Course Idea)।

Graduation Course Idea

Best Graduation Course Idea

মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই পড়ুয়ারা বিভিন্ন দিকে ভাগ হয়ে যায়। কেউ সায়েন্স নেয়, কেউ আর্টস নেয়, কেউ বা কমার্স। তাই এর মধ্যে থেকেই বেছে নিতে হয় উচ্চমাধ্যমিকের পরবর্তী পড়াশোনার বিষয়।

Best Science courses

  • MBBS
  • B.Arch
  • B.Tech
  • B.sc
  • BDS

Best Comerce courses

  • ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ (BMS)
  • ব্যাচেলার অফ অ্যাকাউন্টেন্সি (CA)
  • কোম্পানি সেক্রেটারি (CS)
  • ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA)
  • ব্যাচেলর অফ কমার্স (B.com)
  • লেজিসলেটিভ ল (B.Com LLB)
  • ব্যাচেলার অফ ফাইনান্সিয়াল প্ল্যানার (CFP)
  • ব্যাচেলর ইন বিজনেস স্টাডিজ (BBS)

Graduation Course Idea

Best Arts courses

  • সাংবাদিকতা ও গণ জ্ঞাপন Coures
  • সোশ্যাল ওয়ার্ক (BSW)
  • প্রাথমিক শিক্ষায় ব্যাচেলার (B.El.Ed)
  • ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট (BHM)
  • ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA)
  • ব্যাচেলার অফ ফাইন আর্টস (BFA)
  • ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ
  • লেজিসলেটিভ ল (B.A LLB)

এবার এক ঝলকে দেখে নিন এই বিশেষ কোর্সগুলি (Graduation  Course Idea) পড়ানোর মতো কয়েকটি বিশেষ ক্যাম্পাস (Best Campuses), যেগুলি কলকাতায় অবস্থিত-

আর্টস কোর্সের জন্য 

  • আশুতোষ কলেজ, কলকাতা (Ashutosh College)
  • প্রেসিডেন্সি কলেজ, কলকাতা (Presidency College)
  • সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (Sister Nivedita University)

Graduation Course Idea

সায়েন্স কোর্সের জন্য

  • ইউনিভার্সিটি অফ ক্যালকাটা (University Of Calcutta)
  • স্কটিশ চার্চ কলেজ (Scottish Church College)
  • যাদবপুর ইউনিভার্সিটি (Jadavpur University)

কমার্স কোর্সের জন্য

  • ইউনিভার্সিটি অফ ক্যালকাটা (University Of Calcutta)
  • গোয়েঙ্কা কলেজ অফ কমার্স এন্ড বিজনেস (Goenka College Of Commerce And Business)

এছাড়া প্রফেশনাল কোর্স (Graduation Course Idea) করার জন্য কিছু বিশেষ ইনস্টিটিউট রয়েছে এই কলকাতায়।

হোটেল ম্যানেজমেন্ট

  • IIHM
  • Subhash Bose Institute Of Hotel Management
  • NIPS Hotel Management
    ISHM
  • অ্যাভিয়েশন কোর্স

Kingston College
JT Aviation College

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles