ফাইনান্স

Best Investment Scheme: ৫০০ টাকার বিনিময়ে হয়ে যান লাখপতি! এই স্কিমে থাকছে রিটার্নের অভূতপূর্ব সুযোগ

এই বিনিয়োগের মাধ্যমে বেশ মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। বহু ব্যাংকেই এই জাতীয় বহু স্কিম শুরু করেছে। এই স্কিমগুলি এখন সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়।

Advertisements

Investment Scheme: অর্থ উপার্জনের পাশাপাশি প্রত্যেকেই সঞ্চয় বা বিনিয়োগের দিকে নজর রাখে। এই বিনিয়োগের মাধ্যমে বেশ মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। বহু ব্যাংকেই এই জাতীয় বহু স্কিম শুরু করেছে। এই স্কিমগুলি এখন সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। এরকম একটি জনপ্রিয় স্কিম হল পিপিএফ(PPF)। এই জাতীয় বিনিয়োগকারি স্কিমগুলিতে অর্থ অত্যন্ত নিরাপদেই থাকে। এছাড়া সুতো পাওয়া যায় বেশ ভালো পরিমান। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চাইলে পিপিএফ হল সব থেকে ভালো স্কিম। যেখানে চাকুরিজীবী, ব্যবসায়ী সকলেই বিনিয়োগ করতে পারবে স্বল্প টাকা থেকে।

Investment Scheme: Public Provident Fund Scheme

Investment Scheme

Advertisements
  • ৫০০ টাকা থেকে শুরু করা যাবে বিনিয়োগ

এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমটি সকলের জন্যই গ্রহণযোগ্য কারণ মাত্র ৫০০ টাকা থেকে বিনিয়োগ করা যাবে। ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে অতি সহজে পিপিএফ একাউন্ট খুলে নেওয়া যাবে।

পিএফ অ্যাকাউন্ট থাকলেই পাবেন ৫০ হাজার টাকা! জেনে নিন কিভাবে

Investment Scheme

Advertisements
  • সুদের পরিমাণ

এই প্রকল্পে সরকার থেকে প্রায় ৭.১% হারে সুদ দেওয়া হয়। এছাড়া ১৫ বছর স্কিমের মেয়াদ থাকে, যা সম্পূর্ণ করমুক্ত।

  • লাখ টাকার তহবিল

কেউ যদি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করে, তাহলে ১ বছরে তার অর্থের পরিমাণ ৬০ হাজার টাকা হয়। ১৫ বছর পরে এই অর্থ হবে ১৬,২৭০০০ হাজার টাকা। এর ওপরে রয়েছে সুদের পরিমাণ। একজন ব্যক্তি প্রায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে।

Imvestment Scheme

  • বিনিয়োগকারীরা পাবে আকর্ষণীয় রিটার্ন

এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করলে, বেশ মোটা টাকা সুদ পাওয়া যায়। তাই বলা বাহুল্য বছর শেষে সুদের পরিমাণটাও কিছু কম নয়। এছাড়া রিটার্ন পাওয়া একেবারেই নিশ্চিত।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles