Best Vastu For Tulsi Tree: তুলসী গাছে এই বিশেষ দিনগুলিতে ভুলেও জল দেবেন না
বিশেষ কিছু দিন মেনে তুলসী পূজা করা উচিত কারণ এমন কিছু দিন রয়েছে, যেই দিনগুলিতে তুলসী গাছে জল দেওয়া যায় না

Tulsi Tree : হিন্দু শাস্ত্রমতে তুলসী Tulsi গাছকে ৩৩ কোটি দেবদেবীর সমান বলে গণ্য করা হয়। প্রত্যেকটি বাড়িতেই এই তুলসী গাছ থাকে, যাকে ভগবানের স্বরূপ রোজ পূজা করা হয়। অনেকের বিশ্বাস করে যে, তুলসী কাছে নাকি দেবী লক্ষী এবং নারায়ণ স্বয়ং বসবাস করে। তাই তুলসী Tulsi গাছ বাড়িতে থাকলে জীবনের সব নেতিবাচক প্রভাব দূর হয়ে যেতে পারে।
এক নজরে
তুলসী ( Tulsi )গাছের মাহাত্ম্য:
বাস্তুশাস্ত্রের পাশাপাশি এই তুলসী গাছ চিকিৎসা শাস্ত্রেও ব্যাপক কাজে লাগে। বিভিন্ন রোগব্যাধি সারাতে এই তুলসী গাছের পাতা ব্যবহার করা হয়। তবে অনেকেই জানেন না যে রোজ এই তুলসী গাছকে পূজা করা উচিত নয় এবং তাতে জল দেওয়া উচিত নয়।
এই বিশেষ দিনগুলিতে তুলসী গাছে হাত দেবেন না:
অবশ্যই বিশেষ কিছু দিন মেনে তুলসী পূজা করা উচিত কারণ বিশেষ কিছু দিন রয়েছে, যেই দিনগুলিতে তুলসী গাছে জল দেওয়া যায় না ।
- এর মধ্যে প্রথমেই রয়েছে রবিবার। রবিবারে তুলসী গাছে জল দেওয়া কিংবা পাতা ছেঁড়া একেবারেই অনুচিত।
- এছাড়া একাদশীতে এবং সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় জল দেওয়া উচিত নয়।
বাড়ীর এইদিকে রাখুন তুলসী গাছ:
অনেক সময় অনেকে গাছ বাড়ির পূর্ব দিকে বসায়, তা শুভ বলে গণ্য করা হয় কিন্তু এটি একেবারেই ভুল তুলসী গাছের ক্ষেত্রে, কারণ তুলসী গাছ পূর্বদিকে বসালে আর্থিক সংকট হতে পারে। তাই এটি অবশ্যই বাড়ির উত্তর-পূর্ব দিকে বসাতে হবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে।