Best Vastu Tips with Turmeric: হলুদের এই টোটকায় প্রসন্ন হবেন মা লক্ষ্মী, সুখ-সম্পদ উপচে পড়বে জীবনে
জ্যোতিষবিদরা বলছে, জীবনে নানান বিপদ এড়াতে কাজে দেবে হলুদ।

মা লক্ষ্মীকে খুশি করতে বৃহস্পতিবারে করুন হলুদের বিশেষ টোটকা, দূর হবে অর্থাভাব
Vastu Tips with turmeric : মা লক্ষ্মীকে খুশি করতে এবং ধনকুবের হয়ে উঠতে মেনে চলুন হলুদের বিশেষ টোটকা। বরাবরই হলুদ জিনিসটাকে হিন্দু ধর্মের বিভিন্ন শুভ কাজে ব্যবহার করা হয়। এই জিনিসটিকে শুভ বলে ধরা হয়। এর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ানো থেকে সংক্রমণ কমানো, সবকিছুতেই হলুদের জুরি মেলা ভার। আয়ুর্বেদে শাস্ত্রে হলুদকেই টোটকা হিসেবে মানা হয়। তবে এর পাশাপাশি জ্যোতিষবিদরা বলছে, জীবনে নানান বিপদ এড়াতে কাজে দেবে হলুদ।
জীবনে উন্নতি আনতে মানুন এই Vastu Tips with turmeric:
বৃহস্পতিবারে হলুদের টোটকা মানলেই তা জীবনের অনেক নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেবে (Vastu Tips with turmeric)। বরাবরই হিন্দুধর্ম মতে শ্রী বিষ্ণুকে মানা হয় আর বৃহস্পতিবার বিষ্ণুদেবের পূজার জন্য শ্রেয়। আর্থিক অবস্থার উন্নতি করার জন্য বিশেষ টোটকা হিসেবে কাজে লাগাতে হবে হলুদকে। জেনে নিন কি কি কাজে ও কীভাবে এটি লাগতে পারে।
আরো পড়ুন – তুলসী গাছে এই বিশেষ দিনগুলিতে ভুলেও জল দেবেন না
কী করতে হবে
- আপনার যদি অর্থাভাব থাকে তাহলে কাঁচা হলুদ নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে, তা আলমারির লকারে ভরে রাখুন। এছাড়া আর্থিক সমস্যা দূর করতে কাঁচা হলুদের মালা বানিয়ে, তা গণেশ ঠাকুরকে নিবেদন করুন।
- আপনার অর্থ যদি বহু দিন ধরে না ফেরত পান, সেক্ষেত্রে বৃহস্পতিবারে মেনে চলতে হবে একটি বিশেষ টোটকা। এর জন্য কয়েকটি চালকে হলুদে চুবিয়ে রাখুন। এরপর একটি লাল কাপড়ে সেগুলিকে বেঁধে নিন। লাল কাপড়টি এরপর ব্যাগে এটি রেখে দিন। এতে হারিয়ে যাওয়া টাকা খুব তাড়াতাড়ি ফেরত আসবে আপনার কাছে।
- বৃহস্পতিবারই নিজেও কাঁচা হলুদের একটি করে মালা পড়ার চেষ্টা করুন। তার আগে এই মালাটিকে শ্রীবিষ্ণুর পায়ের কাছে রাখবেন এবং তাতে গঙ্গাজল ছিটিয়ে নেবেন। এতে জীবনের সব সমস্যা দূরে সরে যায়।
- ঘরে লক্ষীনারায়ণের বসবাস করানোর জন্য বৃহস্পতিবার করে নারায়নকে হলুদ ডাল ও কাঁচা হলুদ নিবেদন করুন। এতে তারা তুষ্ট হন।