খবর

বাজারে ফের আসতে চলছে 500-র থেকে বড় Note? জানুন কী বলছে সরকার

Advertisement
Advertisements

500 Rupees Note: ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) জানিয়ে দিয়েছে, ২০০০ টাকার বড় নোটগুলি Note আগামী ৩০ শে সেপ্টেম্বরের পর অচল হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণা সাধারণ মানুষকে চিন্তিত করে তুলেছে। তবে ভালো কিছু মাথায় রেখেই, এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই চমকের পরেই আরো একটি বিশেষ ঘোষণা ইতিমধ্যেই করতে পারে সরকার, যা হলো ৫০০-র থেকে বড় নোট ইস্যু হতে পারে।

৫০০-র থেকে বড় Note কেমন হতে পারে?

500 rupees note
চলতি বাজারে ৫০০-র থেকে বড় নোট বলতে একমাত্র ২০০০-এর নোটই ছিল। এরপর ২০০০ টাকা বন্ধ হয়ে গেলে, এর পরিবর্তে ১০০০ বা অন্য কোন নোট আসবে কিনা, তাই নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। তবে প্রাক্তন আরবিআই গভর্নর জানিয়েছিলেন, যেহেতু ডিজিটাল লেনদেন বেড়ে চলেছে তাই ৫০০-এর বেশি বড় নোটের আর দরকার নেই।

২০০০-এর নোট নিয়ে কি সমস্যা বর্তমান:

500 rupees note
দেশের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে ২০০০-এর মতন বড় নোটের লেনদেন আপাতত বন্ধ হতে চলেছে। এর কারণ হলো আগামী বছরগুলিতে ডিজিটালাইজেশনের প্রভাব আরও বেশি করে বাড়ানো হবে। এর ফলে আর দরকার হবে না এই বড় নোটটি। এছাড়াও এই জাতীয় নোট দীর্ঘদিন থাকলে, এটি কালো টাকাকে আরও বেশি করে দেশে ছেয়ে ফেলছিল।

আমজনতারা কিভাবে ২০০০ এর নোট ব্যবহার করবেন:

500 rupees note

  • সেপ্টেম্বর পর্যন্ত সরকারের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে এই নোট বদলানোর।
  •  এরই মধ্যে ২০০০ টাকার নোটগুলি ব্যাংক থেকে পরিবর্তন করে আনতে হবে।
  • এককালীন ১০ টি করে নোট জমা দেওয়া যাবে ব্যাংকে গেলে। এর পরিবর্তে ব্যাংক অন্য নোট ফেরত দেবে।
  • ব্যাঙ্ক আর কখনোই ২০০০ টাকার নোট দেবে না।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles