Blue Eyed Chaiwala: পাকিস্তানের সেই ‘লেডি কিলার’ নীল চোখের চা-ওয়ালাকে মনে আছে? বর্তমানে লন্ডনের জনপ্রিয় ক্যাফের মালিক সে
আরশাদ খান নামের ওই ব্যক্তি রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিল জিয়া আলি নামের এক ফটোগ্রাফারের মাধ্যমে ।

Blue Eyed Chaiwala: পাকিস্তানে এক নীল চোখের চা বিক্রিতে একবার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তার মন-মুগ্ধ করা চেহারা সকলকে ঘায়েল করেছিল। আরশাদ খান নামের ওই ব্যক্তি রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিল জিয়া আলি নামের এক ফটোগ্রাফারের মাধ্যমে । অনেকেই হয়তো ভুলে গেছেন বর্তমানে তার কথা! তবে সে কিন্তু আজ বিদেশের মাটিতে পা রেখেছে। লন্ডনের (London) একটি জনপ্রিয় ক্যাফের মালিক সে।
Blue Eyed Chaiwala Arshad Khan
মাত্র ১২ বছর বয়সে চা বিক্রি করা শুরু করেছিল আরশাদ। সেই সময়ে অনলাইনে এত বাড়বাড়ন্ত ছিল না। এরপরে বয়স বাড়ার সাথে সাথে শুরু হল ইন্টারনেটের যুগ। ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরল তার চায়ের কাহিনী, সাথে তার সুঠাম দেহ বৈশিষ্ট্য। এর ফলে জনপ্রিয়তা ছিনিয়ে নিলেন পাকিস্তানের ইসলামাবাদ শহরের সেই ছেলেটি। পরবর্তীকালে অবশ্য একটি রূফটপ ক্যাফেও চালু করেছিলেন কিন্তু বর্তমানে তিনি পা দিয়েছেন লন্ডনে।
দু-বছর কঠিন লড়াই! অবশেষে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মেডিসিনে স্নাতকোত্তর করার সুযোগ পেলেন রুথ জন
He Owns A Cafe in London
বর্তমানে পূর্ব লন্ডনে ইলফোর্ড লেনে একটি ক্যাফে খুলেছেন তিনি। ওই জায়গাটি প্রধানত ভারতীয়, পাকিস্তানী এবং বাংলাদেশিরাই থাকেন। সুসজ্জিত দেওয়াল, অতি সুন্দর পেইন্টিং, আধুনিকতার ছোঁয়া; এসব দিয়ে সাজিয়ে তুলেছেন তার বিদেশের ক্যাফের চারিপাশ। জনপ্রিয়তা পেয়েছেন সেখানেও। জানিয়েছেন লন্ডনে আসার জন্য অনুরাগীদের কাছ থেকে অনেক অনুরোধ পেয়েছিলেন তিনি। তাই ভক্তদের যদি চা খাওয়াতে পারেন তাহলে এর থেকে ভালো আর তার জন্য কিছুই হতে পারে না! ক্যাফে ‘চায়ওয়ালা আরশাদ খান’ নামে বর্তমানে জনপ্রিয়তাও অর্জন করেছেন তিনি।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি