Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ভাইরাল

Blue Java Banana: গাছে ধরেছে থোকা থোকা নীল রঙের কলা, গুজব নাকি সত্যি!

সাধারণত হলুদ আর সবুজ রঙের কলাই বেশিরভাগ সময় খেয়ে থাকি কিন্তু বাজারে যে এই দুই রকমের কলা ছাড়া আরও এক ধরনের কলার রয়েছে, তা কেউ জানে না

Advertisements

Blue Java Banana:  ডাক্তারদের পরামর্শ অনুযায়ী প্রতিদিন খাদ্য তালিকায় একটি করে কলা রাখা বেশ ভালো। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, শরীরে অনেক পুষ্টিগুণ জোগায় এই কলা। তবে আমরা সাধারণত হলুদ আর সবুজ রঙের কলাই বেশিরভাগ সময় খেয়ে থাকি কিন্তু বাজারে যে এই দুই রকমের কলা ছাড়া আরও এক ধরনের কলার রয়েছে, তা কেউ জানে না।

Blue Java Banana

Blue Java Banana

হলুদ- সবুজ ছাড়াও বাজারে রয়েছে নীল রংয়ের কলা (Blue Banana)। যা দেখতে যেমন সুন্দর, ঠিক সেরকমই তার স্বাদও। এর পুষ্টিগণও কিছু কম নয়। সাধারণত অন্যান্য কলার মতোই দেখতে হয়ে থাকে এই নীল রঙের কলা। অনেকেই হয়তো ভেবে থাকবে এই ধরনের কলা নেই কিন্তু এটি একেবারেই ভুল! এই নীল রঙের উপকারী কলা আজও সমান ভাবে বিক্রি হয় অন্যান্য দেশগুলিতে।

Advertisements

কোন দেশে পাওয়া যায় এই বিশেষ নীল কলা?

Blue Java Banana

সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে এই জাতীয় নীল রঙের কলা পাওয়া যায়।

এর পাশাপাশি হাওয়াই দ্বীপপুঞ্জে বেশ জনপ্রিয় এই ফলটি। হাওয়াই দ্বীপপুঞ্জে এই ফলটিকে আইসক্রিম ব্যানানাও (Ice cream Banana) বলে আখ্যা দেওয়া হয় কারণ এটির স্বাদ নাকি অনেকটা আইসক্রিমের মতো।

এছাড়া আমেরিকার বেশ কিছু অংশে এখন এই ধরনের নীল কলা পাওয়া যাচ্ছে। ফিলিপিন্সেও পাওয়া যায় এই নীল কলা।

ফিজিতেও এই নীল কলা পাওয়া যায়, যা হাওয়াইয়ান ব্যানানা নামে পরিচিত।

এই কলার আসল নাম কি?

Blue Java Banana

এই জাতীয় নীল রঙের উপকারী কলার নাম আসলে ব্লু জাভা ব্যানানা (Blue Java Banana)। অন্যান্য কলার মতোই এটি জনপ্রিয়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles