বিনোদন দুনিয়া

Bollywood Actor: সালমান খান থেকে হৃত্বিক রোশন সকলেই করেছে নাম পরিবর্তন! জেনে নিন বলিউড তারকাদের আসল নাম

Advertisements

Bollywood Actor Name: বলিউড জগতে পা রাখতে না রাখতেই একাধিক তারকা (Bollywood actor) নিজেদের নাম অর্জন করে নিয়েছেন। ৯০ দশকের এরকম একাধিক নায়ক আজও একইভাবে বলিউডে রাজ করছেন। এক নামে যাদের হাজারও ভক্ত এসে হাজির হয়। নামই পরিচয় করিয়ে দেয় একেক জন তারকাকে! তবে এই নামের পিছনেও বেশ কিছু গল্প থাকে। অনেক তারকারাই নাম পরিবর্তন (Name Change) করে প্রবেশ করেন অভিনয় জগতে। অনেকেই জানের সালমান খান থেকে শুরু করে ঋত্বিক রোশন, প্রত্যেকেই নিজেদের নামের বদল ঘটিয়ে প্রবেশ করেছেন অভিনয় জগতে। তাহলে আর দেরি না করে দেখি নিন সেই সব বলিউড তারকাদের পরিচয় পত্র, যারা নাম পরিবর্তন করেছেন।

Bollywood Actor Who Changed Their Names

  • সালমান খান (Salman Khan)

Bollywood actor

Advertisements

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান। ৯০ দশক থেকে একাধিক সিনেমার মাধ্যমে বলিপাড়ায় বেশ ভালোই নাম করেছেন তিনি। আগে তার নাম ছিল আবদুল রশিদ খান, জন্মসূত্রে তিনি এই নাম পেয়েছিলেন। তবে এখন তিনি জনপ্রিয় সালমান নামেই।

  • শিল্পা শেট্টি (Shilpa Shetty)

Bollywood actor

Advertisements

বলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শিল্পা শেট্টি। একাধারে তিনি যুক্ত আছেন অভিনয় এবং বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে মঌ তার জন্মসূত্রের নাম ছিল অশ্বিনী শেট্টিঌ তবে অভিনয় জীবনে পদার্পণ করে তিনি নাম বদলেছেন শিল্পাতে।

  • হৃত্বিক রোশন (Hrithik Roshan)

Bollywood actor

বলিপাড়ার আরেক সুগ্রিব অভিনেতা হৃত্বিক রোশন। বাবার সূত্র ধরেই অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন তিনি। তবে পরবর্তীকালে এই অভিনেতা তার টাইটেল পরিবর্তন করে সে জায়গায় বাবার নাম যুক্ত করেছেন। জন্মসূত্রে তার নাম ঋত্বিক নাগরথ কিন্তু বর্তমানে যিনি জনপ্রিয় ঋত্বিক রোশন হিসেবে।

  • সানি দেওল (Sunny Deol)

Bollywood actor

বডি পাড়ার আরেক জনপ্রিয় অভিনেতা সানি দেওল। অ্যাকশন হিরো বলেই তাকে অধিক পরিমাণে আখ্যা দেওয়া হয়। তবে জন্মসূত্র তার নাম ছিল অজয় সিং দেওল।

  • সানি লিওন (Sunny Leone)

Bollywood

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। অভিনয়ে আসার সাথে সাথে নিজের নাম পুরোপুরি পরিবর্তন করে নিয়েছেন তিনি। অভিনয় জীবনের প্রবেশের আগে তার নাম ছিল করেঞ্জিত কওর ভোহরা।

  • অজয় দেবগন (Ajay Devgan)

Bollywood actor

বলিউডের ভিন্নধারার অভিনেতা বলে আখ্যা দেওয়া হয় অজয় দেবগনকে। অভিনয় জীবনের পদার্পণের আগে তার নাম ছিল বিশাল দেবগন।

  • কিয়ারা আদভানি (Kiara Advani)

Bollywood actor

বলিউডে কাবির সিং থেকে শুরু করে বিক্রম বার্তা, একাধিক সিনেমায় তায় অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তবে অভিনয় জীবনে পদার্পণের আগে কিয়ারার নাম ছিল আলিয়া আদভানি।

জানেন ভারতের কোন অভিনেতা সবচেয়ে বেশি পারিশ্রমিক পান? অঙ্কটা শুনলেই বনবন করে ঘুরবে মাথা

  • অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)

Bollywood

বয়স ৭০-এর বেশি হলেও বলিউডে যার রাজ এখনো পর্যন্ত একটুও কমেনি, তিনি হলেন অমিতাভ বচ্চন। বলিউডে পদার্পণের আগেই তার নাম ছিল ইনকিলাব শ্রীবাস্তব। পরবর্তীকালে অভিনয়ে এসে অমিতাভ বচ্চন নামটি নিয়েছেন।

  • অক্ষয় কুমার (Akshay Kumar)

Bollywood actor

বলিউড থেকে টলিউড যাকে এক নামে সকলে চেনে তিনি হলেন অক্ষয় কুমার। তবে অক্ষয় কুমার নামটি তাকে জনপ্রিয়তা এনে দিলেও শুরুর সময় তার নাম ছিল রাজিব হরি ওম ভাটিয়া।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles