Bollywood: সালমান, শাহরুখ, অমিতাভের ছায়াসঙ্গী এরা, বলিউড দেহরক্ষীদের বেতন শুনলে চোখ উঠবে কপালে
ছায়ার মতো সব সময় বলি (Bollywood)তারকাদের সঙ্গে দেখা যায় দেহরক্ষীদের। কোন বিপদ তারকাদের কাছে পৌঁছানোর আগে পেরিয়ে যেতে হয় তাদের দেহরক্ষীদের।

Bollywood : তারকারা যেখানেই যান তাদের সঙ্গে সব সময় থাকেন দেহরক্ষীরা। ছায়ার মতো সব সময় বলি (Bollywood)তারকাদের সঙ্গে দেখা যায় দেহরক্ষীদের। কোন বিপদ তারকাদের কাছে পৌঁছানোর আগে পেরিয়ে যেতে হয় তাদের দেহরক্ষীদের। আর সে কারণেই তারকাদের কাছ থেকে মোটা অংকের টাকা মাইনে পান তারা। অংকটা শুনলে চোখ উঠবে কপালে। যদিও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে এগুলি কেবলমাত্র একটি অনুমান মূলক পরিসংখ্যান।
Highest paid bodyguard in Bollywood
- সালমান খান (Salman Khan) :
বলিউড (Bollywood) সুপারস্টার সালমান খান সর্বদাই থাকেন দেহরক্ষীর ছত্রছায়ায়। তাঁর দেহরক্ষীর নাম শেরা। তিনি কিন্তু বেশ জনপ্রিয়। দীর্ঘ বছর ভাইজানের সঙ্গে রয়েছেন তিনি। শেরার বার্ষিক বেতন 2 কোটি টাকা।
- আমির খান (Amir Khan):
বলিউডের আর এক সুপারস্টার আমির খান। তার সঙ্গেও সর্বদা দেখা যায় দেহরক্ষীকে। তাঁর দেহরক্ষীর নাম যুবরাজ ঘোড়পাড়ে। তাঁর বার্ষিক বেতন 2 কোটি টাকা।
- দীপিকা পাড়ুকোন (Deepika Padukone):
দীপিকা পাড়ুকোনের নিরাপত্তা রক্ষীর নাম জালাল। বছরে 20 লক্ষ টাকা বেতন পান তিনি।
- অক্ষয় কুমার (Akshay Kumar):
অক্ষয় কুমারের দেহরক্ষীর নাম শ্রেসে থেলে। তাঁর বার্ষিক বেতন 1.2 কোটি টাকা।
- অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)
বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের বডিগার্ডের নাম জিতেন্দ্র। দীর্ঘ বছর ধরেই অমিতাভ বচ্চনের সঙ্গে রয়েছেন তিনি। তাঁর বার্ষিক বেতন 1.5 কোটি টাকা।
শাহরুখ বা সালমান কিংবা অক্ষয় নয়, সবচেয়ে বেশি হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা! জানতেন?
- অনুষ্কা শর্মা (Anushka Sharma):
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মার বডিগার্ডের নাম প্রকাশ সিং। অভিনেত্রীর কাছ থেকে বছরে 1.2 কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
- শাহরুখ খান (Shah Rukh Khan):
বলিউড বাদশা শাহরুখ খানের বডিগার্ডের নাম রবি। বছরের পর বছর কিং খানকে আগলে রেখেছেন তিনি। তাঁর বার্ষিক বেতন 2.7। অর্থাৎ বলিউডের অন্যান্য তারকাদের নিরাপত্তারক্ষীর চাইতে অনেকটাই বেশি পরিমাণে বেতন পান শাহরুখ খানের দেহরক্ষী।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি